• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১, ১৩ শ্রাবন ১৪২৮ ১৭ জিলহজ ১৪৪২

বঙ্গবন্ধু মেডিকেলে

বৌদ্ধ পূর্ণিমার ছুটিতেও করোনা পরীক্ষা চলবে

    সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • | ঢাকা , বুধবার, ০৬ মে ২০২০

শুভ বুদ্ধ পূর্ণিমার (বৈশাখী পূর্ণিমা) ছুটিতে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বেতার ভবনের স্থাপিত ফিভার ক্লিনিক এবং একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণ পিসিআর ল্যাব খোলা থাকবে। এছাড়া বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ, জরুরি বিভাগসমূহ প্রচলিত নিয়মে খোলা থাকবে। এদিকে ফিভার ক্লিনিকে গতকাল ৩৫৪ জনসহ এ পর্যন্ত ছয় হাজার ছয়শত’ চৌষট্টি (৬৬৬৪) জন রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। গত ২১ মার্চ থেকে ফিভার ক্লিনিক চালু করা হয়। অন্যদিকে গত ১ এপ্রিল একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনাভাইরাস ল্যাবরেটরিতে গতকাল ৩৩০ জনসহ এ পর্যন্ত ৬,১০১ জন রোগীর স্যাম্পল করোনাভাইরাস শনাক্তের জন্য সংগ্রহ করা হয়েছে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে রোগীদের সুবিধার্থে হেল্পলাইন, অত্র বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত ‘বিশেষজ্ঞ হেলথলাইন’ ইতোমধ্যে চালু করা হয়েছে।