• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০, ২৩ আষাঢ় ১৪২৭, ১৫ জিলকদ ১৪৪১

গেদু চাচাখ্যাত

বিশিষ্ট সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হকের মৃত্যু

    সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • | ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২০

image

গেদু চাচাখ্যাত বিশিষ্ট সাংবাদিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাপ্তাহিক আজকের সূর্যোয়ের সম্পাদক খোন্দকার মোজাম্মেল হক মারা গেছেন। গতকাল রাজধানীর বাড্ডার এএনজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরশাদের শাসনামলে ‘গেদু চাচার খোলা চিঠি’ কলাম লিখে জনপ্রিয় হয়েছিলেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে তার ভূমিকা ও ছাত্রলীগের সাবেক নেতা হিসেবে মোজাম্মেল হকের অবদান স্মরণ করেন। প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তার ভাতিজা খন্দকার তারেক রায়হান জানান, গত শুক্রবার সন্ধ্যায় হঠাৎ সেগুনবাগিচার বাসায় শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে আইসিউতে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার করোনাভাইরাসের উপসর্গ ছিল।

গত শতকের ৮০-এর দশকে সুগন্ধা নামে একটি সাপ্তাহিক প্রকাশিত হতো খন্দকার মোজাম্মেলের সম্পাদনায়। সেখানে ‘গেদু চাচার খোলা চিঠি’ নামে একটি কলাম লিখতেন তিনি, যাতে সরস কথায় সামরিক শাসনের সমালোচনা করা হতো। ওই সময় ব্যাপক জনপ্রিয় ছিল গেদু চাচার খোলা চিঠি। ফেনী থেকে উঠে আসা খন্দকার মোজাম্মেল হক পরে সূর্যোদয় নামে আরেকটি সাপ্তাহিকও প্রকাশ করেন। এরপর আজকের সূর্যোদয়ও বের হয় তার সম্পাদনায়।