• banlag
  • newspaper-active
  • epaper

শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ৯ মাঘ ১৪২৭, ৯ জমাদিউস সানি ১৪৪২

২০২০-২১ অর্থবছর

বাজেট পাস আজ

    সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • | ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২০

image

আজ ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হওয়ার কথা রয়েছে। পাঁচ দিন বিরতির পর গতকাল সংসদের মুলতবি বৈঠক শুরু হয়। গতকালের বৈঠকে অর্থবিল পাশ হয়েছে।

গত ১০ জুন শুরু হয় বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১১ জুন নতুন অর্থবছরের বাজেট পেশ করেন। ১৫ জুন ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেট ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল’ পাস হয়। এরপর ২৩ জুন বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। গতকাল বাজেটের ওপর সংক্ষিপ্ত আলোচনা শেষে অর্থ বিল-২০২০ পাস হয়েছে নতুন অর্থবছরের (২০২০-২১) বাজেট কার্যকর হবে ১ জুলাই থেকে। করোনায় সর্বোচ্চ সতর্কতা নিয়ে অধিবেশন শুরু হয়েছিল ইতিহাসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন।

জানা গেছে, চলতি বাজেট অধিবেশন ১২ কার্যদিবস চালানোর পরিকল্পনা নেয়া হলেও করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে তা আরও সংক্ষিপ্ত করা হয়। এরই মধ্যে সংসদের গতকালের বৈঠকে যোগ দেয়া সব এমপির করোনা পরীক্ষা করা হয়েছে। ৩৫০ আসনবিশিষ্ট বর্তমান সংসদের বৈঠকের কার্যক্রম চালাতে ন্যূনতম ৬০ জন সদসকে উপস্থিত থাকতে হবে। এরই মধ্যে ১৭ জন এমপির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়াও বয়স ও অসুস্থতার কারণে বেশ কয়েকজনকে বৈঠকে না আসার জন্য পরামর্শ দেয়া হয়েছে।