বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এরশাদ ও আইয়ুব খানের স্বৈরাচারী শাসনেও এই অবস্থা ছিল না। বর্তমান সরকারের শাসন ফ্যাসিবাদ। কখনওই ফ্যাসিবাদ চিরকালের জন্য টিকে থাকতে পারে না। আমরা দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে গণ-আন্দোলন সৃষ্টি করব, যার মধ্য দিয়ে খালেদা জিয়া মুক্ত হবেন এবং গণতন্ত্র মুক্তি পাবে।
গতকাল সুপ্রিম কোর্ট মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
তিনি বলেন, খালেদা জিয়া নিজের জন্য কারাগারে নয়, দেশের গণতন্ত্রের জন্য। একই ধরনের মামলায় মন্ত্রী-সংসদ সদস্যরা জামিন পেলেও খালেদা জিয়াকে জামিন দেয়া হচ্ছে না। সব ভেদাভেদ ভুলে, বিভ্রান্তি ভুলে গিয়ে, নিজেদের মধ্যে কোন দ্বিধা সৃষ্টি না করে পাহাড়ের মতো একতাবদ্ধ হয়ে শক্তিশালী হতে হবে।
তিনি আরও বলেন, সেলিম আল দীনের লেখা মুনতাসীর ফ্যান্টাসি নাটকে দেখেছি প্রধান চরিত্র সবকিছু খেয়ে ফেলে। তার পেটে প্রচ- ক্ষুধা, সেজন্য সে চেয়ার- টেবিল, কাগজপত্র সবকিছু খেয়ে ফেলে। এই সরকারও মুনতাসীর ফ্যান্টাসির মধ্যে পড়েছে। তারা সবকিছুই খেয়ে ফেলেছে। দ্রব্যমূল্য বাড়ায় সাধারণ মানুষের জীবন দুঃসহ হয়ে যাচ্ছে। সরকারদলীয় লোকজন সবকিছু খেয়ে ফেলছে। দেশ ধ্বংস করে দিচ্ছে।
বিএনপির মহাসচিব বলেন, দূর থেকে তারেক রহমান মানুষের গণতন্ত্রের জন্য কাজ করছেন, তাই তিনি আশার আলো দেখতে পান। অনেকের মধ্যে যখন হতাশা, ভীতি কাজ করছে, তখন তারেক রহমান দূর থেকে তৃণমূলের নেতাদের সঙ্গে যোগাযোগ করেন।
কক্সবাজার ও চট্টগ্রামে
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটার কিপার্স বাংলাদেশের এক যৌথ প্রতিবেদন বলছে,
মুহিত ভাই যখন চোখে আঘাত পেয়ে ফিরে যাচ্ছিলেন, তখন তাকে রেখে আমি
বিদিশা এরশাদ বলেছেন, আমি আমার সন্তানকে চাই। মা হিসেবে শুধু আমি আমার
দ্বিতীয়বার প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেয়ায় জাস্টিন পিয়ের জেমস
আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের সপ্তম সম্মেলন আজ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে তারা পেশাগত
নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এসএসসির ফরম পূরণ করতে গিয়ে ফারজানা
রোকেয়া বিশ্ববিদ্যালয়
স্মারকলিপি উপাচার্যের অনুপস্থিতিতে পিএসের হাতে
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহর
বাংলা ধরিত্রী প্রকাশিত বিশিষ্ট লেখক-কলামিস্ট শেখর দত্ত ও আভা দত্ত লিখিত কাল
কক্সবাজার সাগরপাড়ে
কক্সবাজার সমুদ্র সৈকতে প্রথমবারের মতো বসছে আন্তর্জাতিক নৃত্য উৎসবের আয়োজন ‘ওশান ড্যান্স
বটতলা রঙ্গমেলা নাট্যোৎসবে
আজকের নাটক : ফিয়ারলেস ও শুক
শিশু প্রহর, মাস্টার ক্লাস, রঙ্গআড্ডা ও নাটক পরিবেশনার মাধ্যমে মুক্তিযুদ্ধ জাদুঘরে চলছে
রাজশাহীতে
কবি জীবনানন্দ দাশ সময়োত্তর কবি। নিরন্তর তিনি সময়কে অতিক্রম করে চিরকালীন এক
বিশেষজ্ঞরা বলছেন, জাতিসংঘের লক্ষ্যমাত্রা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে কৃষি প্রক্রিয়াজাত খাদ্যের
রাজধানীর সুপার মার্কেটে আগুন
মিজানুর রহমান মোবাইল সার্ভিসিংয়ের কাজ দিয়ে কর্ম জীবনের শুরু। ২০১২ সালে বাবা