• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০, ২৩ আষাঢ় ১৪২৭, ১৫ জিলকদ ১৪৪১

বরিশালে কবি হেনরী স্বপনের জামিন আবেদন নামঞ্জুর

সংবাদ :
  • জেলা বার্তা পরিবেশক, বরিশাল

| ঢাকা , বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়া বরিশালের কবি ও সাংবাদিক এবং ‘জীবনানন্দ গবেষক’ বরিশালের হেনরী স্বপনের জামিন আবেদন না মঞ্জুর করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (২য় আদালত) আদালতে হেনরী স্বপনের জামিনের আবেদন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু। তিনি জানান, আদালতের বিচারক শামীম আহম্মেদ জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। অ্যাডভোকেট ওবায়েদুল্লাহ সাজু বলেন বৃহস্পতিবার জেলা জজ আদালতে কবি হেনরী স্বপনের জামিনের জন্য পুনরায় আবেদন করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ২টায় নগরীর নবগ্রাম সড়কের গোল পুকুরস্থ বাসভবন থেকে কবি হেনরী স্বপনকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বরিশাল ক্যাথলিক চার্চের ফাদার লেকা বেলীয়েল গোমেজের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেনরী স্বপনকে গ্রেফতার করা হয়েছে।