• banlag
  • newspaper-active
  • epaper

সোমবার, ২৬ অক্টোবর ২০২০, ১০ কার্তিক ১৪২৭, ৮ রবিউল ‍আউয়াল ১৪৪২

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইবিতে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সংবাদ :
  • ইবি প্রতিনিধি

| ঢাকা , বুধবার, ১৪ মার্চ ২০১৮

image

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইবিতে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা -সংবাদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৮ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের কোমলমতি শিশুদের অংশগ্রহণে গতকাল বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এবারের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ল্যাবরেটরি স্কুরের শিক্ষার্থীদের মধ্যে শ্রেণীভেদে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য, নদী মার্তৃক বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু এ তিন বিষয়ের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর)-এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী, টিএসসিসি’র পরিচালক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল প্রমুখ।

অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকরী বলেন, ‘বাংলার সুজলা, সুফলা শস্য শ্যামলা সব কিছুই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সম্পর্কিত। তোমাদের কোমলমতি মনে আজ বঙ্গবন্ধু বিরাজমান। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে তোমরা এখন থেকেই নিজেদের সেভাবে গড়ে তোল। তোমাদের মধ্যেই জাতির পিতা বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে।’