প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করা তার সরকারের দায়িত্ব।
তিনি বলেন, প্রবাসীরা তাদের অবস্থানকারী দেশগুলোর অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখছে। তিনি গতকাল ব্রুনাইয়ের রাজধানীর জালান কেবাংসান কূটনৈতিক জোনে চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণকালে এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেইন অনুষ্ঠানে বক্তৃতা করেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশির সংখ্যা বেশি এমন সব দেশে নিজস্ব মিশন নির্মাণের ওপর অগ্রাধিকার দেয়া হয়েছে। তবে পর্যায়ক্রমে প্রতিটি দেশে বাংলাদেশের নিজস্ব মিশন ভবন নির্মিত হবে। প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের সংখ্যা বেশি এমন দেশগুলোতে তাদের ছেলে-মেয়েদের যথাযথ শিক্ষার জন্য অন্তত একটি করে বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠার নির্দেশ ইতোমধ্যে দেয়া হয়েছে। ব্রুনাইয়ে বাংলাদেশের চ্যান্সেরি ভবনের স্থাপত্য নকশার প্রশংসা করে প্রধানমন্ত্রী স্থানীয় আবহাওয়া, পরিবেশ ও অবকাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে ভবনটি নির্মাণে গুরুত্বারোপ করেন। মিশন ভবনের সুন্দর নকশা তৈরির জন্য প্রধানমন্ত্রী এর স্থপতি রোজাইন মেরি যান্তি ও তার টিমকে ধন্যবাদ জানান। রোজাইন মেরি একজন আইনপ্রণেতা এবং তিনি কয়েকবার বাংলাদেশে এসেছেন।
প্রধানমন্ত্রী বলেন, এই চ্যান্সেরি ভবনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা অনেক সেবা পাবেন এবং যা তাদের এ দেশে স্বচ্ছন্দে চলাফেরায় সহায়তা করবে। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ১৮ মাসে নির্মিতব্য এই ভবনটি উদ্বোধনে তিনি আবারও ব্রুনাই সফর করবেন।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার একটার পর একটা বাংলাদেশ মিশন নির্মাণ করছে। ইতালিতে বাংলাদেশ চ্যান্সেরি ভবনের নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবনটি উদ্বোধনের জন্য তিনি ইতালি সফর করবেন।
ব্রুনাইকে একটি সুন্দর দেশ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, ব্রুনাইয়ের মতো এখনো আরও অনেক সুন্দর স্থান রয়েছে, যার খোঁজ এখনো বাংলাদেশি ব্যবসায়ীরা পায়নি। এই স্থানগুলো আমাদের ব্যবসা-বাণিজ্যের নতুন গন্তব্য হতে পারে।
পরে তিনি রয়েল রেজালিয়া মিউজিয়াম পরিদর্শন করেন।
ব্রুনাইয়ে তিনদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ
বিশ্ব বই দিবসের আলোচনায় আবদুল্লাহ আবু সায়ীদ
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ দার্শনিক সফোক্লিসের উদ্ধৃতি
ষাট দশকের অন্যতম কবি বেলাল চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর এইদিনে
স্বপ্ন দেখতে দেখতে কেটে গেল ৫৬ বছর
প্রতিষ্ঠার ৫৬ বছরেও নগরবাসীর চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে চট্টগ্রাম ওয়াসা। দীর্ঘ বছর
সিটিটিসি
বাংলাদেশে ঝিমিয়ে পড়া জঙ্গিরা প্রতিবেশী শ্রীলঙ্কার হামলা থেকে অনুপ্রাণিত হয়ে কোন সহিংস
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সময়ের কঠিন
শিক্ষামন্ত্রী
বিএনপি-জামায়াত দীর্ঘদিন নানাভাবে সন্ত্রাস জঙ্গিবাদ আশ্রয়-প্রশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা.
তিন খুনের আসামি
একাধিক হত্যা মামলার আসামি সন্ত্রাসী আলাউদ্দিন বাহিনীর প্রধান আলাউদ্দিনের কাছে জিম্মি হয়ে
গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় ‘গণমাধ্যম কর্মী আইন’ এবং ‘সম্প্রচার আইন’ নামে দুটি নতুন
তুরাগ-শীতলক্ষ্যার তীরে
দূষণ ও দখল রোধে নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে
ফলোআপ
চারজন আটক
স্ত্রীর স্বীকৃতি আদায়ে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরে আসার পর আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন
অভিযান
ভালো খেজুর সংরক্ষণের জন্য র্যাবের ধন্যবাদ পাওয়া এক প্রতিষ্ঠানসহ কয়েকটি প্রতিষ্ঠান থেকে
পাঁচ দফা দাবিতে
আমরণ অনশনে তিন শিক্ষার্থী
সেশনজট নিরসন, ত্রুটিমুক্ত ফল প্রকাশ, স্বতন্ত্র প্রশাসনিক ভবনসহ পাঁচ দফা দাবিতে নীলক্ষেত