• banlag
  • newspaper-active
  • epaper

সোমবার, ১০ আগস্ট ২০২০, ১৯ জিলহজ ১৪৪১, ২৬ শ্রাবণ ১৪২৭

পাহাড়ে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী উৎসব শুরু

সংবাদ :
  • পার্বত্য অঞ্চল প্রতিনিধি

| ঢাকা , শনিবার, ১৩ এপ্রিল ২০১৯

image

পাহাড়ে প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাইন-বৈসুক-বিষু-বিহু-সাংক্রানের প্রথম দিন কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসিয়ে দিচ্ছেন পাহাড়ি নারীরা -সংবাদ

গতকাল থেকে পাহাড়ের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু উৎসব শুরু হয়েছে। উৎসবের প্রথম দিন (গতকাল) ছিল ফুল বিজু। এ উৎসবকে ঘিরে সমগ্র পাহাড়ি জনপদ এখন উৎসবে মুখরিত। বাংলা বর্ষের শেষ দুদিন ও নতুন বছরের প্রথমদিন এই উৎসব পালন করে থাকে পাহাড়ে বসবাসরত পাহাড়িরা। গতকাল সকালের দিকে বিজু-সাংগ্রাই-বৈসুক-বিষু-বিহু-সাংক্রান উদযাপন কমিটি রাঙ্গামাটির উদ্যোগে রাজ বন বিহার পূর্ব ঘাট এলাকায় নদীতে ফুল ভাসানো হয়েছে। এতে অনুষ্ঠানিকভাবে ফুল ভাসান আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। এ সময় পাহাড়ি তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পড়ে কলাপাতায় ফুল সাজিয়ে জলদেবের উদ্দেশে নদীতে ফুল ভাসিয়ে দেয়।

অন্যদিকে, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন রাঙ্গামাটির উদ্যোগে শহরের গর্জনতলী এলাকায় নদীতে ফুল ভাসানো, বয়স্কদের স্নান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন, পৌর প্যানেল মেয়র মো. জামাল উদ্দীনসহ প্রমুখ। এদিকে আজ উৎসবের দ্বিতীয়দিন মূল বিজু। এ দিনে বাড়িতে বাড়িতে শুধু চলে খাওয়া-দাওয়ার পর্ব ও আনন্দ-স্ফুর্তি। বিভিন্ন রকমের সুস্বাদু খাবার-দাবার আগত অতিথিদের পরিবেশন করা হয়।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ১৪টি ক্ষুদ্র ক্ষুদ্র আদিবাসী পাহাড়ি জাতিসত্তাদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব হচ্ছে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু। উৎসবটির উচ্চারণগতভাবে বিভিন্ন নামের পালন করলেও এর নিবেদন কিন্তু একই। তাই এ উৎসবটি আদিবাসী পাহাড়িদের শুধু আনন্দের নয়, পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের সামাজিক, রাজনৈতিক অর্থনৈতিক, ঐক্য ও মৈত্রী বন্ধনের প্রতীকও বটে। মূলত পূরনো বছরের সব দুঃখ কষ্ট ও গ্লানিকে মুছে ফেলে দিয়ে নতুন বছরের নব উদ্যোগের শুভ কামনা করা হল এ উৎসবের মূল উদ্দেশ্য।