পাইলট নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল মুনীম মুসাদ্দিক আহমেদসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধান কর্মকর্তা সাইফুল ইসলামের পাঠানো নোটিশে তাদের আগামী ২৮, ২৯ ও ৩০ জুলাই হাজির হতে বলা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন, নোটিশে মুসাদ্দিক আহমেদকে ৩০ জুলাই সকাল ১০টায় উপস্থিত হতে বলা হয়েছে। এছাড়া ২৯ জুলাই বিমানের চিফ অব ট্রেনিং ক্যাপ্টেন ফজল মাহমুদকে এবং বিমানের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বিনীতি সুধ, পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল, পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. আশরাফুল আলম ও পরিচালক (প্লানিং) এয়ার কমোডর মাহবুব জামান খানকে ২৯ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এছাড়াও বিমানের পরিচালক (প্রশাসন) পার্থ কুমার পন্ডিত, পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটারিয়াল ম্যানেজমেন্ট) সাজ্জাদুর রহিম, পরিচালক (কাস্টম সার্ভিস) মুমিনুল ইসলাম ও জিএম (প্রশাসন) বুশরা ইসলামকে ২৮ জুলাই তলব করা হয়েছে।
মুসাদ্দিক আহমেদ ছাড়া বাকিদের নির্ধারিত সময়ে দুদকের এই কর্মকর্তার দফতরে উপস্থিত হতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের বরাবর নোটিশ পাঠিয়ে অনুরোধ করা হয়। এর আগে গত ২ মে বিমানের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মুসাদ্দিক আহমেদসহ ১০ জনকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয় দুদক।
উল্লেখ্য, গত বছরে বিমানের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির তথ্য প্রকাশ করে দুদক। সেই প্রতিবেদনে দুর্নীতি প্রতিরোধে সুপারিশও করা হয়। এরপর সম্প্রতি দুদকের বার্ষিক প্রতিবেদন জমা দেয়া হয় রাষ্ট্রপতির কাছে। অন্য সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি এবং সুপারিশসহ বার্ষিক প্রতিবেদনে বিমানের দুর্নীতি এবং প্রতিকারের সুপারিশের প্রতিবেদনও ছিল। প্রতিবেদনের পর বিমানের দুর্নীতি নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সরকারের চলমান উন্নয়নকে টেকসই করার লক্ষ্যে সর্বস্তরে স্বচ্ছতা
যুক্তরাজ্যে সরকারি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোখে গত সোমবার লন্ডনের একটি
নদীরক্ষায় অবদানের জন্য ‘বঙ্গবন্ধু নদী পদক’ প্রদানের ঘোষণা করেছে নৌ-মন্ত্রণালয়। বাংলাদেশের মধ্যে
জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে; চরম
দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সততা, মেধা, দক্ষতা ও
সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি
ভিপি নূর ও সমাজসেবা সম্পাদক আখতার লাঞ্ছিত
রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে টানা তিনদিন ধরে অ্যাকাডেমিক ও
ঋণখেলাপিদের সুদের ২ শতাংশ জমা দিয়ে ১০ বছরের জন্য ঋণ পুনঃতফসিলের জন্য
গণপিটুনিতে হত্যা
ছেলেধরা সন্দেহে গত কয়েকদিনে সারাদেশে ৬ জনকে হত্যা করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী
আগামী ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের ফিটনেসহীন সব পরিবহনের লাইসেন্স
চট্টগ্রাম মহানগরীতে মশার ওপর জরিপ কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে সিভিল সার্জন কার্যালয়।
সার্জেন্ট কিবরিয়ার মৃত্যু
যমুনা গ্রুপের কাভার্ড ভ্যানচাপায় ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়ার মৃত্যুতে ১০ কোটি টাকা
নারায়ণগঞ্জের আড়াইহাজার, বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা এলাকায় এক নারীসহ পৃথক চারজনের
ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজার এলাকায় সালেহপুর ব্রিজে একটি যাত্রীবাহী ট্যাক্সিক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে