• banlag
  • newspaper-active
  • epaper

শনিবার, ২৪ আগস্ট ২০১৯, ৯ ভাদ্র ১৪২৫, ২২ জিলহজ ১৪৪০

পটুয়াখালীতে উদীচী’র দশম জেলা সম্মেলন

সংবাদ :
  • প্রতিনিধি, পটুয়াখালী

| ঢাকা , শনিবার, ১৬ মার্চ ২০১৯

পটুয়াখালীতে উদীচী শিল্পীগোষ্ঠীর দশম জেলা সম্মেলন গতকাল পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় পাঠাগার চত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রবীন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আবুল হোসেন আবু মিয়া। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান ও সংগঠনের পতাকা উত্তোলন করেন উদীচী’র জেলা সভাপতি বিপুল কান্তি দাস।

এ সময় উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদ সদস্য মো. একরাম হোসেন ও শেখ আনিসুর রহমান। এছাড়া অন্যদের মধ্যে শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি আবদুল আজিজ, দখিনা খেলাঘরের সভাপতি সাবেক অধ্যাপক জাফর আহমেদ, কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক সমীর কর্মকার, উদীচী জেলা সংসদের সদস্য মোস্তাফিজুর রহমান, স্বপন ব্যানার্জী, নাসরিন মোজাম্মেল হক নুরেজ্জামান খানসহ বিভিন্ন উপজেলা থেকে আগত উদীচী’র উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে পাঠাগার মিলনায়তনে উদীচীর জেলা সংসদের সভাপতি বিপুল কান্তি দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক রবিউল আমিন বাবুল ।