• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০, ২৩ আষাঢ় ১৪২৭, ১৫ জিলকদ ১৪৪১

নুসরাত হত্যার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ

সংবাদ :
  • সাংস্কৃতিক বার্তা পরিবেশক

| ঢাকা , রোববার, ২৮ এপ্রিল ২০১৯

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করেছে প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলো। গতকাল বিকেলে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত হয় নারী ও শিশু নির্যাতনবিরোধী এই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ। উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক কাজী এবিএম ইকবাল, নিখিল দাস, কবি হাসান ফকরি, কবি মাশুক শাহী, খেলাঘর আসরের শ্যামল বিশ্বাস প্রমুখ। আগুনে পুড়িয়ে হত্যাসহ সারাদেশে চলমান নারী ও শিশু নির্যাতন ঠেকাতে হলে সাংস্কৃতিক গণজাগরণ চাইছেন বক্তারা। তারা বলেন, অতীতে ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতন এবং হত্যাকান্ডের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার না হওয়ার কারণেই মূলত নির্যাতনকারীরা একের পর এক এমন নৃশংস ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে। এসময় বক্তারা শুধু নুসরাত নয়, কুমিল্লার সোহাগী জাহান তনু এবং ঢাকায় আফসানাসহ বিভিন্ন সময়ে ঘটে যাওয়া সব নারী ও শিশু নির্যাতনের দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।

নারী ও শিশু নির্যাতনবিরোধী সাংস্কৃতিক পর্ষদ আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতেই দলীয় সংগীত পরিবেশন করে কেন্দ্রীয় খেলাঘর আসরের শিশু শিল্পীরা। এছাড়া আরও দলীয় সংগীত পরিবেশন করে বিবর্তন। একক সংগীত পরিবেশন করেন সুস্মিতা রায় সুপ্তি। একক আবৃত্তি পরিবেশন করেন সুব্রত বিশ্বাস, খোরশেদ আলম মামুন, তিথি সুবর্না, অভি জাহিদ, রঘু অভিজিৎ রায় প্রমুখ। উদীচী শিল্পীগোষ্ঠী, চারণ, বিবর্তন, খেলাঘর, আসাদ পরিষদ, সমাজ অনুশীলন কেন্দ্র, ধাবমান সাহিত্য আলোচনা, বাংলাদেশ লেখক শিবিরসহ দেশের প্রগতিশীল বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন মিলে গঠন করা হয়েছে নারী ও শিশু নির্যাতনবিরোধী সাংস্কৃতিক পর্ষদ।