• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ২৫ আগস্ট ২০১৯, ১০ ভাদ্র ১৪২৫, ২৩ জিলহজ ১৪৪০

নায়ক ফেরদৌস নায়িকা পূর্ণিমা আহত

সংবাদ :
  • প্রতিনিধি, নোয়াখালী

| ঢাকা , সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গাংচিলে গাঙচিল ছবির স্যুটিং করতে এসে হোন্ডায় দুর্ঘটনায় আহত হয়েছেন ছবির নায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমা।

কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ৬ ফেব্রুয়ারি থেকে কোম্পানীগঞ্জের গাঙচিলে মন্ত্রী ওবায়দুল কাদের রচিত ২০১৪ সালে প্রকাশিত সৃজিত গাঙচিল উপন্যাস অবলম্বনে গাঙচিল সিনেমা নির্মাণ হচ্ছে। গাঙচিল এলাকার বিভিন্ন লোকেশনে গত ৮ দিন ধরে এ ছবির দৃশ্য চিত্রায়িত হচ্ছে। ছবিটি পরিচালনা করছেন নইম ইমতিয়াজ নেয়ামুল। এ ছবিতে কলকাতার নায়িকা ঋতুপর্ণাও অভিনয় করবেন।

রবিবার স্যুটিং এর এক পর্যায়ে নায়িকা পূর্ণিমা হোন্ডা চালাচ্ছিলেন পিছনে বসা ছিলেন নায়ক ফৌরদৌস। এক পর্যায়ে হোন্ডা দুর্ঘটনায় তারা দুজনই আহত হয়ে কোম্পানীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন।