নোবেল শান্তি পুরস্কার
২০২১ সালে নোবেল শান্তি পুরস্কার প্রদানের জন্য মনোনীতদের তালিকায় নাম রয়েছে রুশ বিরোধীদলীয় নেতা অ্যালেক্সাই নাভালনি, বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জলবায়ুবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, নরওয়ের আইনপ্রণেতারা তাদের মনোনয়নের তালিকায় রাখার ব্যাপারে সমর্থন জানিয়েছেন। শান্তিতে নোবেল পুরস্কার জয়ী নির্বাচনের প্রক্রিয়াটি শুরু হয় মূলত পূর্ববর্তী বছরের সেপ্টেম্বর মাস থেকে। তখন মনোনয়নের জন্য নাম প্রস্তাব করার যোগ্য বলে বিবেচিত ব্যক্তিদের কাছে আমন্ত্রণপত্র পাঠায় নোবেল কমিটি। সেপ্টেম্বরে আমন্ত্রণপত্র পাওয়ার পর পরের বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার সুযোগ থাকে। তবে কেউ নিজেদের মনোনয়ন দিতে না পারলে, এ সময় পার হয়ে যাওয়ার পর যারা মনোনয়নপত্র দাখিল করেন তাদের পরের বছরের জন্য বিবেচনা করা হয়। যারা নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দেন সেগুলো থেকে একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। এ বছর নোবেল শান্তি পুরস্কার প্রদানের জন্য কাদের মনোনয়ন দেয়া হয়েছে তা জানতে নরওয়ের আইনপ্রণেতাদের মধ্যে একটি জরিপ পরিচালনা করেছে রয়টার্স। এতে দেখা গেছে, নাভালনি, থুনবার্গ, বিশ্বস্বাস্থ্য সংস্থা ও তাদের কোভ্যাক্স উদ্যোগের নাম তালিকায় রয়েছে। থুনবার্গকে উল্লেখ করা হয়েছে ‘জলবায়ু সংকটের বিরুদ্ধে লড়াইয়ে এক নিবেদিতপ্রাণ মুখপাত্র হিসেবে। পাশাপাশি তার প্রতিষ্ঠিত ক্যাম্পেইন গ্রুপ ফ্রাইডে’স ফর ফিউচারকে তালিকায় রাখা হয়েছে। রুশ শিক্ষাবিদরা মনোনীত করেছেন নাভালনিকে। রাশিয়ার শান্তিপূর্ণ গণতন্ত্রায়নের প্রচেষ্টা চালানোর স্বীকৃতি হিসেবে নাভালনির নাম প্রস্তাব করেছেন নরওয়ের সাবেক মন্ত্রী ওলা এলভেস্টুয়েন। এবারের মনোনীতদের তালিকার ক্ষেত্রে কোভিড-১৯ বিরোধী লড়াইকে গুরুত্ব দেয়া হয়েছে। সে কারণে ভ্যাকসিন জোট জিএভিআইকেও রাখা হয়েছে তালিকায়। এছাড়া অন্য মনোনীতদের মধ্যে রয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ন্যাটো, ইউএনএইচসিআর, বেলারুশের অ্যাক্টিভিস্ট সিভয়াতলানা সিখানোস্কায়া, মারিয়া কোলেস্নিকোভা ও ভেরোনিকা সেপকালোর নাম। হাঙ্গেরিভিত্তিক মানবাধিকার সংগঠন হেলসিংকি কমিটিকেও মনোনয়ন দেয়া হয়েছে। উল্লেখ্য, নোবেলপ্রাইজ, ওআরজি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, যোগ্য ব্যক্তিদের দ্বারা মনোনীতদের মধ্য থেকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদানের জন্য যোগ্য প্রার্থীদের যাচাই-বাছাই এবং বিজয়ীর নাম ঘোষণার কাজটি করে থাকে নরওয়েজিয়ান নোবেল কমিটি। শান্তিতে নোবেল পুরস্কার জয়ী বাছাইয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। আর এ কমিটিকে নিয়োগ দেয় নরওয়ের পার্লামেন্ট স্টর্টিং। অক্টোবরে ঘোষণা করা হবে পুরস্কার বিজয়ীয় নাম।
গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকায় আসার
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, ‘এখনও
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু
মাসব্যাপী অনলাইন বই মেলা উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সচিবালয় তথ্য
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনের উদ্যোগে লালদীঘি পার্কে গত শনিবার
কবিতাপত্র পরিষদের নিয়মিত আসর গতকাল জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। আসরে সভাপতিত্ব করেন
অপহরণ করে নিয়ে
উত্তরার ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম গত ২৯ জানুয়ারি বাসায় ফেরার পথে অপহৃত হন।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে স্বর্ণখনিতে
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের স্বর্ণখনিতে কর্মরত চীনের একটি শ্রমিক দলকে সশস্ত্র বিদ্রোহীদের আক্রমণ
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ভার্সন চালু করা হবে জানিয়ে প্রাথমিক ও
স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার্থীদের জন্য আগামী ১৩ মার্চ সীমিত পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
নকশাবহির্ভূত দোকান বরাদ্দ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ ৭ জনের বিরুদ্ধে ঢাকার
অর্থ পাচার
কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলসহ ৮
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক ফুল বিক্রেতা কিশোরীকে ধর্ষণ ও হত্যার
চট্টগ্রামকে বিপন্ন শহর উল্লেখ করে নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, আমরা