এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নির্মাণ করা হবে ঢাকা-সিলেট ২০৯ কিলোমিটার ছয় লেন মহাসড়ক। চার লেনের পাশাপাশি স্থানীয় যানবাহন চলাচলে আরও দুই লেনের সার্ভিস সড়ক নির্মাণ করা হবে। ঢাকা-মাওয়ার পর এই মহাসড়কটিও এক্সপ্রেসওয়ে (বিরতিহীন সড়ক) হিসেবে তৈরি হবে। আগামী জুলাইতে এই মহাসড়ক নির্র্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সড়ক ও সেতু মন্ত্রণালয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এ সময় সড়ক ও সেতুমন্ত্রী সাংবাদিকদের বলেন, কোন কোন মিডিয়ার রিপোর্টে দেখতে পেলাম, এডিবি এই প্রজেক্ট থেকে সরে যেতে পারে। আমি তাকে (কান্ট্রি ডিরেক্টর) এটাও জিজ্ঞাসা করেছি। তিনি ব্যাপারটি হেসেই উড়িয়ে দিলেন। বলেছেন, এই রকম কোন চিন্তাই আমাদের নেই। মার্চের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) প্রণয়নের কাজ শেষ হবে। এরপর কিছু আনুষ্ঠানিকতা আছে। প্ল্যানিং কমিশনে যাবে, প্ল্যানিং কমিশনের অনুমোদনের পর আমরা আশা করছি পরবর্তী জুলাই থেকে ফিজিক্যাল কনস্ট্রাকশন শুরু করা যাবে। ঢাকা-সিলেট সিক্স লেন, এটা অলমোস্ট এক্সপ্রেসওয়ে। এটা হবে ২০৯ কিলোমিটার। এতে ফ্লাইওভার থাকবে আটটি, ওভারপাসেস থাকবে ২২টি। রেল ওভারপাস থাকবে পাঁচটি, ব্রিজ থাকবে ৬৯টি। আন্ডারপাস থাকবে ১০টি, ফুটওভার ব্রিজ থাকবে ২৯টি। এই হলো টোটাল প্রোপজ প্রজেক্ট। এডিবি বলেছে, আমরা কেনাকাটার অনুমোদন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রসেস শেষ করে কেনাকাটা শুরু করতে পারেন। ফান্ডিংয়ে আর কোন অনিশ্চয়তা নেই। ফান্ডিংটা ম্যাক্সিমামই এডিবি করবে। ঢাকা সিলেট ৬ লেন প্রকল্পের সম্ভাব্য ব্যয় ২০ হাজার কোটি টাকা (দুই বিলিয়ন ডলার) ধরা হয়েছে। কাজ শেষ করতে কত সময় লাগবে, সেটা নিয়ে আলোচনা হয়নি।
এডিবির কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে সাসেক-২ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে সড়কমন্ত্রী বলেন, যেটা এলেঙ্গা থেকে রংপুর, আটটির মধ্যে সাতটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। এরপর সাসেক-৩ যেটা, সেটাও আলোচনায় এসেছে। সেটা হবে রংপুর থেকে বুড়িমারী, একদিকে; অন্যদিকে রংপুর থেকে গাইবান্ধা। এরপর এডিবি বাংলাদেশের ফরিদপুর-বরিশালে (সড়ক) ফান্ডিং করার কথা ভাবছে। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রকল্প। এর মধ্যে আমাদের সাসেক (সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনোমিক কো-অপারেশন) প্রজেক্ট, ঢাকা-এলেঙ্গা প্রজেক্টটির (সাসেক সড়ক সংযোগ প্রকল্পের আওতায়) ওপেনিং নিয়ে আলোচনা হয়েছে। ওটার কাজ প্রায় শেষ পর্যায়ে। গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে ঢাকা-সিলেট চার লেন প্রজেক্ট নিয়ে। আসলে দুটো সার্ভিস লেনসহ এটা সিক্স লেন প্রজেক্ট হবে। ঢাকা-চট্টগ্রাম সড়ক এক্সপ্রেসওয়ের পরিবর্তে রেলওয়ে এক্সপ্রেসওয়ে নির্মাণের চিন্তা-ভাবনা করা হচ্ছে। এটার সম্ভাব্যতা যাচাই হয়ে গেছে বলেও জানান মন্ত্রী।
ছয় লেনের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে খুলে দেয়ার জন্য সেনাবাহিনী সময় চেয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী মার্চ মাসের মধ্যে এটা খুলে দেয়া হবে।
বিজিবিকে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সব ধরনের লোভ-লালসার ঊর্ধ্বে উঠে সীমান্তে চোরাচালান রোধে
দেশি অংশীদার ছাড়াই বিদেশি উদ্যোক্তারা বাংলাদেশের ডিজিটাল কমার্স খাতে বিনিয়োগ করতে পারবেন-এমন
অবিলম্বে টিআরএম বাস্তবায়নের দাবি
যশোরের ভবদহ অঞ্চলে অবিলম্বে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট-জোয়ারাধার প্রকল্প) বাস্তবায়নের দাবি জানিয়েছে
চসিক নির্বাচন
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে নগর বিএনপি প্রার্থীদের তালিকা প্রকাশ
তিনটি পৃথক ধর্ষণের ঘটনায় গাজীপুরে এক যুবককে ও টাঙ্গাইলে কিশোর আটক এবং
এক গ্রামেই হাজার প্রবাসী
একসময় গ্রামটির অধিকাংশ মানুষই ছিল অসচ্ছল। সে সময়ে বেশিরভাগ পরিবারের সদস্যদের দিন
যশোরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশে চাকরি নেয়ার মামলায় চার আসামি আদালতে আত্মসমর্পণ
বরগুনায় রিফাত হত্যা
বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার তৃতীয় দিন শেষ হয়েছে
ঢাবির বঙ্গবন্ধু টাওয়ারে ইয়াবা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আবাসিক ভবন বঙ্গবন্ধু টাওয়ার থেকে ইয়াবা
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, আগামী দিনের রাজনীতিতে
অমর একুশে গ্রন্থমেলা-২০২০ শেষ হতে আর মাত্র ৫ দিন বাকি। দেখতে দেখতে
পাবনায় লালন স্মৃতি পরিষদ আয়োজিত (৯ম) দুই দিনব্যাপী স্মরণোৎসব গতকাল শেষ হয়েছে।