• banlag
  • newspaper-active
  • epaper

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০, ০১ মহররম ১৪৪২, ০৩ আশ্বিন ১৪২৭

নাগরিক সমাজের সেমিনার

জলবায়ু সম্মেলনে সরকারের সমন্বিত ভূমিকা দাবি

    সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • | ঢাকা , মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭

জলবায়ু অর্থায়নকে সহজলভ্য করতে বাংলাদেশকে জোরালো অবস্থান নেয়াসহ আসন্ন বৈশ্বিক জলবায়ু সম্মেলনে (কপ ২৩) সরকারের স্বচ্ছ ও সমন্বিত ভূমিকার দাবি জানিয়েছে নাগরিক সমাজ। তারা বলেন, প্যারিস জলবায়ু চুক্তি ন্যায্যতা, দায়িত্বের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নের লক্ষ্যে সোচ্চার ভূমিকা রাখার স্বার্থে জলবায়ু সম্মেলনে সরকার এবং সুশীল সমাজের ঐকবদ্ধ অংশগ্রহণ প্রয়োজন। একই সঙ্গে অতিবিপদাপন্ন দেশগুলোর জন্য গ্রিন ক্লাইমেট ফান্ড সহজলভ্য করতে বাংলাদেশকে জোরালো ভূমিকা রাখার সুপারিশ করেছেন সংশ্লিষ্টরা।

গতকাল জাতীয় প্রেসক্লাবে নাগরিক সমাজের প্রত্যাশা : প্রেক্ষিত বৈশ্বিক জলবায়ু সম্মেলন শীর্ষক সেমিনারে ১০টি অধিকারভিত্তিক নাগরিক সংগঠন এ দাবি জানিয়েছে। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বাপা, বিপনেটসিসিবিডি, বিসিজেএফ, সিএসআরএল, সিপিডি, সিপিআরডি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বিসিএএস, আইসিসিসিডি, কোস্ট ট্রাস্ট এবং ইক্যুইটিবিডি।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সভাপতি এবং জলবায়ু আলোচনায় বাংলাদেশ সরকারি প্রতিনিধিদলের সমন্বয়কারী ড. কাজী খলিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ। এতে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ সেন্টার ফর এডভান্স স্টাডিজের ড. আতিক রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মো. রাশেদুজ্জামান, ফেডারেশন অফ এনভায়রনমেন্টাল জার্নালিস্ট ইন বাংলাদেশের কামরুল ইসলাম চৌধুরী, ব্রিটিশ কাউন্সিলের তানভীর মাহমুদ, সেন্টার ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুডের প্রদীপ কুমার রায়। ইক্যুইটিবিডির রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই সংস্থার সৈয়দ আমিনুল হক। ড. কাজী খলিকুজ্জামান বলেন, নিজেদের অর্থায়ন নীতিমালাকে পাশ কাটিয়ে গ্রিন ক্লাইমেট ফান্ড তাদের নিয়মনীতিতে পরিবর্তন আনছে, যা অতিবিপন্ন দেশগুলোর জন্য সমস্যা তৈরি করছে। এখন এই তহবিল থেকে অর্থ পাওয়া খুব জটিল, আমাদের এই বিষয়ে কপ ২৩-তে জোরালো অবস্থান নিতে হবে। প্যারিস চুক্তি বাস্তবায়নের জন্য একটি জোরালো অবস্থান নেয়া বাংলাদেশের উচিত।

ড. আতিক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হয়েও আমরা এর ফলে অতি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। বাংলাদেশের স্বার্থে, আন্তর্জাতিক ক্ষেত্রে জলবায়ু আলোচনায় কার্যকর ভূমিকা পালন করতে আমাদের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে।