রংপুর
চেক জালিয়াতির দুটি পৃথক মামলায় রংপুরের গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান মাবু ও নোহালী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। গঙ্গাচড়া থানার ওসি সুশান্ত কুমার গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ দিন ধরে তাদের দু’জনের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়না জারি করলেও পুলিশ তাদের পলাতক দেখিয়ে আসছিল বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, চেক ডিজঅনার সংক্রান্ত দুটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের বিরুদ্ধে একটি মামলা রংপুরের যুগ্ম জেলা জজ আদালতে ২০১০ সালে তার নামে গ্রেফতারী পরোয়ানা জারি হয় অপর মামলাটি লালমনিরহাট জেলার যুগ্ম জজ আদালতে বিচারাধীন আছে ওই মামলাটি ২০০৭ সালের। দুই মামলায় তার নামে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছিলো অনেক দিন আগে। একই উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান মাবুর বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় রংপুরের যুগ্ম জজ আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ছিল। দু’জনই আদালতে হাজির হয়নি ফলে আদালতের দেয়া গ্রেফতারী পরোয়ানার কাগজ পেয়ে তাদের মঙ্গলবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, দু’জনই উপজেলার ভিআইপি হওয়ায় পুলিশ তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকা সত্ত্বেও তাদের গ্রেফতার করেনি। বরং কাগজ কলমে তাদের পলাতক দেখানো হচ্ছিল। কিন্তু এবার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নির্দ্দেশে গ্রেফতারী পরোয়না জারি করার কঠোর নির্দ্দেশনা পেয়ে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে গঙ্গচড়া থানার ওসি সুশান্ত কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দু’জনকে গ্রেফতার করার কথা স্বীকার করে বলেন আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করায় তারা শুধু আদালতের আদেশ পালন করেছেন মাত্র। আজ দু’জনকেই আদালতে সোপর্দ্দ করা হবে বলে জানান তিনি।
২০৩১ সাল নাগাদ মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশে পৌঁছানোর সুনির্দিষ্ট
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের
এবার প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রাথমিক
পঞ্চম শ্রেণীর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলা পুনঃনিরীক্ষার পর প্রকাশ
সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভায় বক্তারা
ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষা ও ভাষা আন্দোলনের চেতনায় সাম্প্রদায়িকতামুক্ত অগ্রসর বাংলাদেশ প্রতিষ্ঠার
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশিদের
পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হয়নি বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
বরগুনায় রিফাত হত্যা
তদন্ত কর্মকর্তার জেরা শেষ
বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি শেষে আসামি
বিকাশ প্রতারক চক্রের মাস্টারমাইন্ড এবং ওয়েলকাম পার্টির প্রশিক্ষক রিজাউল মাতুব্বরকে গ্রেফতার করেছে
শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় একটি গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।
বগুড়ায় এক কলেজ শিক্ষককে ক্লাস রুমে ঢুকে শিক্ষার্থীদের সামনেই পিটাল তারই আরেক
বিসমিল্লাহ গ্রুপের এমডি খাজা সোলেমান আনোয়ার চৌধুরী ও তার স্ত্রী ও গ্রুপের
অমর একুশে গ্রন্থমেলা এখন শেষের দিকে। শেষ কেনাকাটা করার জন্য এই সময়টাকে
গঙ্গা-যমুনা নাট্যোৎসবে
শতবর্ষী নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতি প্রযোজিত নাটক ‘কনক সরোজিনী’ ভারতের কোলকাতায়
টঙ্গীতে বইমেলা
গত সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে টঙ্গীর সফিউদ্দিন সরকার