• banlag
  • newspaper-active
  • epaper

সোমবার, ৩০ নভেম্বর ২০২০, ১৫ অগ্রহায়ণ ১৪২৭, ১৪ রবিউস সানি ১৪৪২

বিএফইউজে-ডিইউজের যৌথসভা

করোনায় মৃত সংবাদ কর্মীদের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি

    সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • | ঢাকা , রোববার, ১০ মে ২০২০

করোনায় মারা যাওয়া সাংবাদিকদের পরিবারের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউযে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ সভায় এ দাবি জানানো হয়। এদিকে প্রাণঘাতী মহামারী করোনা পরিস্থিেিত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা সাংবাদিক আক্রান্ত এবং প্রাণহানির ঘটনায় সংবাদপত্র ও টেলিভিশন মালিকের সংগঠন এবং সম্পাদকদের সংগঠন থেকে কোন ভূমিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। গতকাল বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে’র সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই যৌথ সভায় নেতারা গণমাধ্যমের অগ্রগতি ও সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এবং সাংবাদিকদের বেতন উৎসব ভাতা পরিশোধের দাবিসহ বেশকিছু প্রস্তাব ও দাবি তুলে ধরেন।

করোনার এই ভয়াবহ দুর্যোগের কথা উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেন, এই কঠিন সময়ে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা, কর্মী ছাটাই ও বকেয়াসহ বেতন ভাতাদি পরিশোধে গণমাধ্যম মালিকেরা ব্যর্থ হলে সাংবাদিক ইউনিয়ন কর্ম বিরতি পালন ও ধর্মঘটের মতো কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হবে। সভায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করায় সাংবাদিক হুমায়ুন কবীর খোকন মাহমুদুল হাকিম অপু, আসলাম রহমানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।