• banlag
  • newspaper-active
  • epaper

শনিবার, ০৬ জুন ২০২০, ২৩ জৈষ্ঠ ১৪২৭, ১৩ শাওয়াল ১৪৪১

ইট পড়ে ১৬ দিনের শিশুর মৃত্যু

    সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • | ঢাকা , শনিবার, ১২ জানুয়ারী ২০১৯

রাজধানীর মিরপুরে খালার কোলে থাকা ১৬ দিনের এক শিশুর ওপর ইট পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম আব্দুল্লাহ। গতকাল সকাল ১০টার দিকে মিরপুর এক নম্বর সেকশনের জোনাকি রোডে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা বলছে, একটি নির্মাণাধীন ভবনের ছাদে খেলা করার সময় এক বাচ্চার হাত থেকে একটি ইট নিচে পড়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, বরিশাল জেলার মুলাদী উপজেলার প্রাইভেটকার চালক কবির হোসেনের ছেলে আব্দুল্লাহ। বর্তমানে স্ত্রী লাইজু ও বড় মেয়ে আয়শাকে নিয়ে জোনাকি রোডে ৭৫ নম্বর একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকে কবির হোসেন।

কবির হোসেন জানান, ১৬ দিন আগে মিরপুরের একটি হাসপাতালে জন্মগ্রহণ করে আব্দুল্লাহ। পরে তাকে বাসায় আনা হয়। গতকাল সকালে শিশুটির খালা তামিম সুলতানা শিশু আব্দুল্লাহকে কোলে নিয়ে বাসার সামনে রোডে দাঁড়িয়ে ছিল। এর পাশের একটি চারতলা ভবনের ছাদে বাচ্চারা খেলছিল। হঠাৎ সেখান থেকে একটি পাঁচ ইঞ্চির মতো ইট খালার কোলে থাকা শিশু আব্দুল্লাহর মুখের ওপর এসে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির জানান, একটি চারতলা ভবনের ছাদে কয়েক শিশু খেলা করছিল। এ সময় সাড়ে তিন বছরের এক শিশুর হাত থেকে একটি ইট নিচে পড়ে যায়। এতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।