প্রধানমন্ত্রী
গতকাল জাতীয় সমাজসেবা দিবসের সমাজসেবা মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে শিশুশিল্পীদের সঙ্গে প্রধানমন্ত্রী -সংবাদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার কোনভাবেই কর্মবিমুখ জাতি গড়ে তুলতে চায় না, বরং যার যা কর্মদক্ষতা আছে তাকে কাজে লাগিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাতে চায়। বাসস।
প্রধানমন্ত্রী গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় সমাজসেবা দিবস-২০১৮’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমরা যে বিধবা-বয়স্ক ভাতা দিই তার একটি লক্ষ্য আছে। সেখানে আরেকটি বিষয় আমরা লক্ষ্য রাখি তা হলো- কেউ যেন সম্পূর্ণভাবে ভাতার ওপর নির্ভরশীল না হয়। যে কর্মক্ষম সে কাজ করে খাবে। কিন্তু সে যেন কোনভাবেই অভুক্ত না থাকে সেদিকে আমরা লক্ষ্য রেখে অন্তত মাসে যেন ১০ কেজি চাল কিনতে পারে তার সমপরিমাণ এবং সাথে কিছু বেশি টাকা দিচ্ছি। শুধু ভাতার ওপরই যেন তারা নির্ভরশীল না হয়, যার যার কর্মক্ষমতা আছে সে যেন কাজ করে নিজের উপার্জন বাড়াতে পারে সেদিকে লক্ষ্য রেখেই এই ভাতার ব্যবস্থা করা হয়েছে- বলেন প্রধানমন্ত্রী। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেন বিশেষ অতিথির বক্তৃতা করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।
অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সদস্য, জাতীয় সংসদ সদস্য, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দেশের কূটনিতিক, আমন্ত্রিত অতিথি এবং সমাজসেবা মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন উপকার ভোগী ও প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তিনি যে সংবিধান দিয়েছেন সেই সংবিধানেই অনগ্রসর জাতিগোষ্ঠীর উন্নয়নের সুস্পষ্ট উল্লেখ ছিল। সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ যেন সরকার ও দেশের কাছ থেকে সমানভাবে সুযোগ পায় সেটা তিনি নিশ্চিত করে দিয়ে যান।
তিনি বলেন, বঙ্গবন্ধু মাত্র সাড়ে ৩ বছর সময় পেয়েছিলেন এবং একটি যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে যখন তিনি আর্থ-সামাজিক উন্নয়নের পথে নিয়ে যাচ্ছিলেন তখনই ’৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপরই দেশে হত্যা, ক্যু, ষড়যন্ত্রের রাজনীতির শুরু। এ সময় জাতির পিতার ভাষণের উদ্বৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘আমার জীবনের একমাত্র কামনা, বাংলাদেশের মানুষ যেন তাদের খাদ্য পায়, আশ্রয় পায় এবং উন্নত জীবনের অধিকারী হয়।’ তিনি বলেন, জাতির পিতা ১৯৭২ সালের সংবিধানে প্রতিবন্ধিতা, বৈধব্য, মাতৃ-পিতৃহীন শিশু, প্রবীণ ব্যক্তিসহ অভাবগ্রস্তদের জন্য সামাজিক নিরাপত্তার অধিকার নিশ্চিত করেন। তিনি বিভিন্ন জেলায় স্থাপন করেছিলেন সরকারি শিশু সদন। তিনি ১৯৭৪ সালে দারিদ্র্য বিমোচনে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচি প্রবর্তন করেন। যা আজও সারাদেশে ‘পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রম’ নামে পরিচিত।
দরিদ্র জনগোষ্ঠীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার বিভিন্ন আইন প্রণয়ন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন- ২০১১’, ‘শিশু আইন- ২০১৩’, ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩’, ‘পিতা-মাতার ভরণপোষণ আইন-২০১৩’ প্রণয়ন করা হয়েছে। প্রতিবন্ধীদের জন্য ‘নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন-২০১৩’ ও ‘জাতীয় প্রবীণ নীতিমালা-২০১৩’ প্রণয়ন করা হয়েছে। সরকার হিজড়া জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।
আসন শূন্য নেই
কোন আসন শূন্য না থাকলেও রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রথম,
‘জাতীয় যন্ত্রসংগীত উৎসব ২০১৮’
বাংলার বাদ্যযন্ত্র ও যন্ত্রসংগীতকে রক্ষা ও মানসম্মত চর্চাসহ নতুন প্রজন্মকে দেশীয় বাদ্যযন্ত্রে
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা অনুষ্ঠিত হবে আজ। সোসাইটির মিলনায়তনে বিকেল
বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন চর উন্নয়নসহ ১৬ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয়
ডিএনসির প্রতিষ্ঠাবার্ষিকী
গণশিক্ষামন্ত্রী
প্রভাবশালী মাদক ব্যবসায়ীদের তোপে দেশে মাদকাসক্তের সংখ্যা অস্বাভাবিকহারে বৃদ্ধি পাচ্ছে। ফলে বর্তমান
চাকরিবিধি
অধস্তন (নিম্ন) আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে প্রকাশিত সরকারের গেজেট গ্রহণ
অর্থপাচার
বাংলাদেশ থেকে অবৈধভাবে সিঙ্গাপুরে অফসোর কোম্পানি সৃষ্টি করে অর্থ পাচারের অভিযোগ তদন্তে
ঝিকরগাছায় ১০ লাখ টাকা ছিনতাই
যশোরের ঝিকরগাছায় পুলিশ কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে ব্যবসায়ীর দশ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
ডিএনসিসি উপনির্বাচন
আসন্ন উপনির্বাচন এবং নবগঠিত ওয়ার্ডগুলোর কাউন্সিলর পদে নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে দেশের প্রথম ছয় লেন উড়াল সেতুর উদ্বোধন করা
জাদুঘরে
শিল্পী রাহাত আরা গীতি। সংগীত পরিবারে যার জন্ম। সেই সুবাদে খুব ছোটবেলা
এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইবো রং তামাশা, চক্ষু মুদিলে হায়রে দম