• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ১৫ জুলাই ২০২০, ০১ শ্রাবণ ১৪২৭, ২৩ জিলকদ ১৪৪১

জাতীয়করণের দাবিতে

আজ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট

    সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • | ঢাকা , রোববার, ২১ জানুয়ারী ২০১৮

জাতীয়করণের দাবিতে সারাদেশে আজ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনরত আন্দোলনকারী শিক্ষকরা। বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ রোমের ডাকে গতকাল ষষ্ঠ দিনের মতো শিক্ষক-কর্মচারীদের এ অংশটি অনশন কর্মসূচি পালন করে। তারা জানান, দাবি পূরণ না হওয়ায় পূর্ব ঘোষণা অনুসারেই ধর্মঘট পালনের ঘোষণা দেয়া হয়েছে।

নতুন কর্মসূচি ঘোষণা করে গতকাল শিক্ষকরা বলেন, বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের ডাকে ধর্মঘট করবেন তারা। একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনও চলবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে গত ১৫ জানুয়ারি থেকে ষষ্ঠ দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এর আগে গত ১০ জানুয়ারি থেকে শিক্ষক-কর্মচারীদের ৬টি সংগঠনের জোট ‘বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম’র ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করে। টানা অনশনে ৮৫ জন শিক্ষক অসুস্থ হয়েছেন বলে দাবি করেছেন শিক্ষক নেতারা।

শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের নেতা আবুল বাসার হাওলাদার ও নজরুল ইসলাম রনি বলেছেন, অনশনের পাশাপাশি আজ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ডাকা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আরও শিক্ষক অনশনে অংশ নেবেন। জাতীয়করণের দাবি অবিলম্বে মেনে নিয়ে শিক্ষকদের শ্রেণীকক্ষে ফেরার ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করেন এ শিক্ষক নেতারা।

লিয়াজোঁ ফোরামের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা ভূইয়া বলেছেন, ‘আশা করি সব শিক্ষা প্রতিষ্ঠানই আমাদের ডাকা ধর্মঘটে সাড়া দেবে। কারণ সব ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেরই দাবি জাতীয়করণ।

গতকাল জাতীয়করণের সঙ্গে সংহতি প্রকাশ করেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। কর্মসূচিতে বক্তব্য রাখেন ফোরামের আহ্বায়ক আব্দুল খালেক, উপদেষ্টা রফিকুল ইসলাম, আবুল বাসার হাওলাদার, জসিম উদ্দীন, নজরুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক সাইদুল হাসান সেলিম, জিএম শাওন, মতিউর রহমান দুলাল, মোহাম্মদ মোস্তফা ভূইয়া, আবুল হোসেন মিলন, প্রেস সচিব এনামুল ইসলাম মাসুদ, বিপ্লব কান্তি দাস প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতের মধ্যেও আমরণ অনশনের ষষ্ঠ দিন পার করছেন শিক্ষকরা। জাতীয়করণের একদফা দাবিতে প্রতিদিন আমরণ অনশন কর্মসূচিতে যোগ দিচ্ছেন শিক্ষকরা। আন্দোলনকে বেগবান করার জন্য আরও হাজার হাজার শিক্ষক-কর্মচারী রাস্তায় রয়েছেন বা প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি এ সংগঠনের নেতাদের।

এছাড়াও মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ কমিটি’ নামের অপর একটি বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের সংগঠন আগামী ২৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে তিনদিনের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের সঙ্গে নৈতিক সমর্থন জানিয়ে তারা কর্মবিরতি পালনের এ সিদ্ধান্ত নিয়েছেন বলে শিক্ষক নেতারা জানান।