ডালে ডালে নতুন ফুল। শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার স্নিগ্ধ কোমল পরশ জানান দিচ্ছে- আজ বসন্ত। মৌ-মৌ গন্ধ ছড়িয়ে ডালে ডালে অঙ্কুরিত আম্রমুকুল। রঙিন ডানায় ফুলের পরাগ মেখে হাওয়ায় দোল দিচ্ছে বর্ণিল প্রজাপতি। দূরের দিগন্ত থেকে ভেসে আসছে কোকিলের কুহুকুহু কলতান। হয়তো কোথাও কোকিলও ডেকেছে, তবে অমর একুশে গ্রন্থমেলার তথ্য জানানোর শব্দযন্ত্রের কাছে হারিয়ে গেছে তা। শুষ্ক ঋতু শীতকে বিদায় করে হাজির হয়েছে ঋতুরাজ বসন্ত। আর সে বসন্তের ‘মাতাল সমীরণ’ মুখর করছে অমর একুশে গ্রন্থমেলাকে। আজ পহেলা ফল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস এবং সঙ্গে আগে থেকেই সংযুক্ত আছে বাংলা একাডেমি ঘোষিত শিশু প্রহর। আজ দুই দিবস এবং শিশু প্রহর নিয়ে মেলায় নামবে পাঠকের ঢল- এমনটাই মনে করছেন প্রকাশকরা। তারা বললেন, আজ প্রচুর পাঠক আসবেন মেলায়। মুখর হয়ে উঠবে মেলা প্রাঙ্গণ। বিক্রিও মন্দ হবে না।
গতকাল ছিল অমর একুশে গ্রন্থমেলার ১২তম দিন। মেলা চলে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। মেলায় গতকাল নতুন বই এসেছে ১৮০টি। বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় সুব্রত বড়ুয়া রচিত বঙ্গবন্ধুর জীবনকথা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সুজন বড়ুয়া। আলোচনায় অংশগ্রহণ করেন লুৎফর রহমান রিটন এবং মনি হায়দার। লেখকের বক্তব্য প্রদান করেন সুব্রত বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি।
প্রাবন্ধিক বলেন, আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন বঙ্গবন্ধুর নীতি আদর্শ দর্শন জানা এবং চর্চা করা। নতুন প্রজন্মের নবীন-তরুণদের মধ্যে বঙ্গবন্ধু সম্পর্কে যত আগ্রহ সৃষ্টি করা যাবে, তারা ততই দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়ার পক্ষে এটা হতে পারে অত্যন্ত জরুরি উদ্যোগ। সুব্রত বড়–য়া রচিত বঙ্গবন্ধুর জীবনকথা গ্রন্থখানি কিছুটা হলেও আমাদের এগিয়ে দেবে সেই লক্ষ্যে। উক্তি-ভাষ্যে, আলোচনায় বঙ্গবন্ধুকে এখানে উপস্থাপন করা হয়েছে বিশ্বনেতার মানদ-ে।
আলোচকরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিশাল সমুদ্রের মতো যিনি তার চেতনায় ধারণ করেছেন বাংলা, বাঙালি ও বাংলাদেশ। বঙ্গবন্ধুর জীবনকথা গ্রন্থের সংক্ষিপ্ত পরিসরে লেখক সুব্রত বড়–য়া বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনকে ইতিহাস ও তথ্যের ভিত্তিতে তুলে আনার প্রয়াস পেয়েছেন। এককথায় বলা যায় সাবলীল ভাষায় লেখা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক এটি এক অনন্য গ্রন্থ।
গ্রন্থের লেখক বলেন, বঙ্গবন্ধুর জীবনকথা গ্রন্থটি লেখার পেছনে যে দুটি বিষয় আমার প্রেরণা হয়ে কাজ করেছে তা হলো বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। এ গ্রন্থে আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জীবনকে ইতিহাস, সংগ্রাম ও কর্মের প্রেক্ষাপটে তুলে আনার চেষ্টা করেছি।
ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি বলেন, সুব্রত বড়–য়ার লিখিত এ গ্রন্থ অত্যন্ত তথ্যনিষ্ঠ এবং বিশ্লেষণ-ঋদ্ধ। আমাদের এবং নতুন প্রজন্মের জন্য প্রয়োজনীয় একটি গ্রন্থ।
আজ লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন রফিক-উম-মুনীর চৌধুরী, মৌলি আজাদ, রাসেল আশেকী এবং শোয়েব সর্বনাম।
কবিকণ্ঠে কবিতা পাঠ করেন কবি মাহবুব সাদিক, শাহজাদী আঞ্জুমান আরা, মুনীর সিরাজ এবং মাসুদ হাসান। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মো. শাহাদাৎ হোসেন, অনিমেষ কর এবং তামান্না সারোয়ার নীপা। নৃত্য পরিবেশন করেন সৌন্দর্য প্রিয়দর্শিনী ঝুম্পার পরিচালনায় নৃত্য সংগঠন ‘জলতরঙ্গ ডান্স কোম্পানী’র নৃত্য শিল্পীরা। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী দীনাত জাহান মুন্নী, আঞ্জুমান আরা শিমুল, কাজী মুয়ীদ শাহরিয়ার সিরাজ জয়, মো. রেজওয়ানুল হক এবং সঞ্জয় কুমার দাস। যন্ত্রাণুষঙ্গে ছিলেন পলাশ হালদার (পারকেশন), টুটুল বড়–য়া (বেইজ গিটার), এমিল মুরছালিন (গিটার), মো জাহিদুর রহমান (কী-বোর্ড) এবং পলাশ চক্রবর্তী (অক্টোপ্যাড)।
আজকের অনুষ্ঠানসূচি :
আজ ১৪ ফেব্রুয়ারি ২০২০/১লা ফাল্গুন ১৪২৬। অমর একুশে গ্রন্থমেলার ১৩তম দিন। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় থাকবে শিশু প্রহর।
সকাল ১০টায় শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে আসাদ চৌধুরী রচিত সংগ্রামী নায়ক বঙ্গবন্ধুর শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন শোয়াইব জিবরান। আলোচনায় অংশগ্রহণ করবেন আনিসুর রহমান এবং নূরুন্নাহার মুক্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক খুরশীদা বেগম। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনসার বাহিনীকে দেশের সর্ববৃহৎ বাহিনী অভিহিত করে তাদের সততা, আন্তরিকতা এবং সাহসিকতার সঙ্গে দায়িত্ব
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর লেখা ‘নিমগ্ন নির্জন’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচিত
অমর একুশে বইমেলা-২০২০ এ সব্যসাচী লেখক মোস্তাক আহমেদের দ্বিতীয় কাব্যগ্রন্থ ফানুস ও দ্বিতীয় গল্পগ্রন্থ অঙ্কুর প্রকাশিত হয়েছে। মোস্তাক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের খালেদা জিয়ার মুক্তি সম্পর্কে বলেছেন, তাকে প্যারোলে
সংসদে প্রশ্নোত্তর
প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশ সমবায় ব্যাংকের বর্তমান অনাদায়ী ঋণের পরিমাণ ১৯৩ কোটি ৭২ লাখ ৮৪ হাজার
রোহিঙ্গা প্রত্যাবাসন
রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। তিনি বলেন
নোয়াখালীতে
ডাক্তার, নার্স, টেকনেশিয়ান ছাড়া অবৈধভাবে প্রাইভেট হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার খুলে রোগীদেরকে ভুল চিকিৎসা ও প্রতারণার
না’গঞ্জে
থানার ভেতর ঢুকে পুলিশ কনস্টেবলকে পিটিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির। এ ঘটনায় আটক
প্রধান শিক্ষকসহ আহত ১০, দুই পরীক্ষার্থী আশঙ্কাজনক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এসএসসি পরীক্ষায় নকলে সহযোগিতা না করায় পরীক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। এতে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক
রাজধানীর পল্টনে দৈনিক বাংলা মোড়ের পাশে কালভার্ট রোডে অবস্থিত ডিআর টাওয়ারে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল বিকেল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও হাটহাজারী শিক্ষার্থীদের বহনকারী (নববাক-১) একটি বাস নিয়ন্ত্রণ
গ্রাহকের টাকা আত্মসাৎ
গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাতের ঘটনায় ডাচ বাংলা ব্যাংক যশোর শাখার ম্যানেজারসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। যশোরের