• banlag
  • newspaper-active
  • epaper

সোমবার, ১৩ জুলাই ২০২০, ২৯ আষাঢ় ১৪২৭, ২১ জিলকদ ১৪৪১

আজ শুরু হচ্ছে

সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব

সংবাদ :
  • সাংস্কৃতিক বার্তা পরিবেশক

| ঢাকা , বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০১৯

আজ থেকে শুরু হচ্ছে আট দিনব্যাপী ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা-২০১৯’। পদাতিক নাট্য সংসদ এর উদ্যোগে বিকেল সাড়ে ৫টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে প্রদীপ প্রজ্জ্বলনের এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের সভাপতি তাসনীন হোসাইন তানু। এছাড়া উপস্থিত থাকবেন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, ম. হামিদসহ বিগত বছরগুলোতে সম্মাননা প্রাপ্ত নাট্যব্যক্তিত্বরা। এবছর শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী এবং নাট্যজন গোলাম সারোয়ারকে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। শিল্পকলা একাডেমির নাট্যশালার মূল মিলনায়তন হল, স্টুডিও থিয়েটার হল এবং এক্সপেরিমেন্টাল হলে উৎসবের নাটক প্রদর্শিত হবে।