• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯, ৭ আশ্বিন ১৪২৬, ২২ মহররম ১৪৪১

মোহাম্মদপুরে

বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক

| ঢাকা , বুধবার, ১২ জুন ২০১৯

রাজধানীর মোহাম্মদপুরে বাসচাপায় ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র আকিব রেজা (২৫) নিহত হয়েছেন। তিনি কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি রেজা আহমেদ বাচ্চুর ছেলে। গতকাল সকাল সাড়ে ৬টায় রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালক পলাতক থাকলেও হেলপার- সেলিম মোল্লা (২৫) ও কন্ডাক্টর রাসেলকে (২২) আটক করা হয়েছে। মোহাম্মদপুর থানার এসআই সিরাজুল ইসলাম জানান, আকিব রেজা ঈদের ছুটি শেষে ভোরে দৌলতপুর থেকে ঢাকায় আসেন। তিনি বাসে একটি ব্যাগ রেখে কল্যাণপুরে নেমে যান। পরে ব্যাগটি বাস থেকে আনতে তিনি ফের বাসা থেকে মোটরসাইকেলে কল্যাণপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গাবতলী টু সদরঘাট রুটে চলাচলকারী (সাত নম্বর) একটি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার ওসি জিজি বিশ্বাস বলেন, এ ঘটনায় নিহত রেজার চাচা শামীম রেজা বাদী হয়ে একটি মামলা করেছেন। ঘাতক বাসের হেলপার ও কন্ডাক্টরকে আটক করা হয়েছে। চালক এখনও পলাতক। ময়নাতদন্ত শেষে আকিব রেজার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।