• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ১২ জুলাই ২০২০, ২৮ আষাঢ় ১৪২৭, ২০ জিলকদ ১৪৪১

রোহিঙ্গা হত্যাযজ্ঞ নিয়ে

প্রাচ্যনাটের ‘পলিথিন হাউজ’

    সংবাদ :
  • সাংস্কৃতিক বার্তা পরিবেশক
  • | ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯

image

‘পলিথিন হাউজ’ নাটকের একটি দৃশ্য-সংবাদ

মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু মুসলিমদের উপর স্মরণকালের নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে ইতিহসের পাতায় নিকৃষ্ট সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে মিয়ানমার। বৌদ্ধদের দ্বারা রাখাইন মুসলিমদের হত্যাযজ্ঞ নিয়ে ‘পলিথিন হাউজ’ নামের নাটক মঞ্চায়ন করেছে নাটকের দল প্রাচ্যনাট। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। আজাদ আবুল কালামের রচনায় নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন সাইফুল ইসলাম। ৩৩তম প্রযোজনার উদ্বোধনী মঞ্চায়নের এই নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রকি খান, সাইদুর রহমান শাহীন, ফয়সাল কবির সাদী, শ্রাবণ শামীম,শর্মিলা সেন, শারমিন আক্তার শর্মী,তাহাদিল আহমেদ প্রমুখ।

বৌদ্ধ প্রধান দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলিম জহির উদ্দিন বর্মী সামরিক অত্যাচারের মুখে ২০১৭ এর ২৫ আগস্ট পরবর্তী অবস্থায় সর্বস্ব হারিয়ে রিফিউজি হিসেবে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলো। সে আশ্রয় শিবিরে তার পরিবার নিয়ে পলিথিনে র তাঁবুর ভেতর থেকে সচরাচর বের হয়না। শুধু তিন বেলা সময় মতো খাবারের জন্য হাত পাতে। জহির উদ্দিন পরিবারের এমন আচরনের কারণ খুঁজে বের করার জন্য একজন স্বেচ্ছাসেবক এক রাতে জহির উদ্দিনের তাঁবুর সামনে এসে উপস্থিত হয়। সেখানে স্বেচ্ছাসেবক খুঁজে পায় সেই পরিবারের দুঃখ-দুর্দশার কথা, নিকট অতীতের কথা,বর্মী সৈনিকের নৃশংস হত্যাযজ্ঞের কথা, বৌদ্ধভিক্ষুর মুখের হাসির খোরাকের কথা, ইজ্জত লুটের কথা ও মানুষ হিসেবে অমর্যাদার কথা। এসব গল্প শুনে সীমিত সামর্থের এই স্বেচ্ছাসেবক কিছুটা আবেগ প্রবণ হয় এবং অবস্থা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। রাখাইন মুসলিম পরিবারের মুখে বর্মী বৌদ্ধ সৈনিকদের নৃশংসতার ঘটনায় ভারাক্রান্ত হয়ে পড়ে এদেশের স্বেচ্ছাসেবক। তার ভেতরের মানুষটি হৃদয়ে দাগ কেটে যায়। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী।