• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ২৫ নভেম্বর ২০২০, ১০ অগ্রহায়ণ ১৪২৭, ৯ রবিউস সানি ১৪৪২

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে

নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধাদের বাড়িতে ডিসির বৃক্ষরোপণ

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • | ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০

image

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল সিদ্ধিরগঞ্জের গোদনাইলে মুক্তিযোদ্ধাদের বাড়িতে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক মো. জসিমউদ্দীন -সংবাদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে ৫০ মুক্তিযোদ্ধার বাড়ির আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইলে এ কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি মো. জসিম উদ্দিন।

এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আপনারা অগ্রণী ভূমিকা রেখেছেন। মুক্তিযোদ্ধারা দেশকে ভালোবেসে সম্মুখযুদ্ধে অংশ নিয়েছিলেন। সেই মুক্তিযোদ্ধাদের প্রাপ্ত সম্মান, মর্যাদা দেওয়া আমাদের কর্তব্য। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে আপনাদের বাড়ির আঙিনায় বৃক্ষরোপণ করা হলো। আপনাদের ঋণ শোধ করার মতো নয়। এই কর্মসূচি আপনাদের প্রতি সামান্য সম্মান প্রদর্শন মাত্র। আপনারা আমাকে জানালে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও চারাগাছ দেবো।

নতুন প্রজন্মকে দেশের ও মানুষের উপকারে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডিসি জসিম উদ্দিন বলেন, ‘আমি হয়তো দশ বছর চাকরিতে থাকবো না, আপনারাও অনেকে থাকবেন না। নতুন প্রজন্মকে এই কাজগুলো ধরে রাখতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, এই কথা অনেকেই বলেছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়েছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নতির দিকে এগোচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘নতুন প্রজন্মের জন্য আমাদের অনেক কিছু করতে হবে। প্রধানমন্ত্রী কিন্তু মুক্তিযোদ্ধার সন্তানদের অনেক সুযোগ-সুবিধা দিচ্ছেন। ব্যক্তিগত উদ্যোগে মুক্তিযোদ্ধা কমান্ড অফিস থেকে বৃত্তিরও ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। এইটা থেকে কিন্তু অনেকে বঞ্চিত হচ্ছে। এই দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার শাহ্জাহান ভূইয়া জুলহাস, দৈনিক সংবাদের চিফ রিপোর্টার সালাম জুবায়ের, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক শরীফ উদ্দিন সবুজ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সহকারী কমান্ডার এহসান কবির রমজান, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী প্রধান প্রমুখ।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান সাউদ, আবদুল হামিদ মোল্লা ও আবদুল মজিদ সাউদের বাড়ির আঙিনায় তিনটি চারাগাছ রোপণ করেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। পর্যায়ক্রমে ৫০ জন মুক্তিযোদ্ধার বাড়িতে বৃক্ষরোপণ করা হয়।