• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ১৫ জুলাই ২০২০, ০১ শ্রাবণ ১৪২৭, ২৩ জিলকদ ১৪৪১

সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব

তৃতীয় দিনে ‘কিনু কাহারের থেটার’

সংবাদ :
  • সাংস্কৃতিক বার্তা পরিবেশক

| ঢাকা , রোববার, ০৭ এপ্রিল ২০১৯

image

‘কিনু কাহারের থেটার’ নাটকের একটি দৃশ্য -সংবাদ

শিল্পকলা একাডেমিতে চলছে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যেৎসব। ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’-স্লোগানে সপ্তাহব্যাপী এ নাট্যোৎসবের উৎসবে গতকাল ছিল তৃতীয় দিন। এদিন সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় প্রাচ্যনাট’র হাসির নাটক ‘কিনু কাহারের থেটার’। বৃটিশদের নির্যাতনের নানারূপ তুলে ধরেছেন মনোজ মিত্র তার এ নাটকে। নির্দেশনায় দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। নাটকের কাহিনী গড়ে উঠেছে সমাজের কঠিন বাস্তবতাকে নিয়ে। ক্ষুধা, দারিদ্র্য, অভাব-অনটন মানুষের জীবনকে করে তোলে বিষাদময়। দারিদ্র্যের কষাঘাতে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। মানুষ হয়ে পড়ে যুক্তিহীন। ফলে যেকোনো সিদ্ধান্তে সে পৌঁছাতে পারে যেকোনো মুহূর্তে। কিন্তু প্রশ্ন হলো মানুষের জীবনে এ সংকটের সৃষ্টি হয় কেন? তারই উত্তর খোঁজা হয়েছে এ নাটকে। নাটকটিতে অভিনয় করেন, মনিরুল ইসলাম রুবেল, সানজিদা প্রীতি, মিজানুর রহমান মিতুল, সাইফুল ইসলাম জার্নাল, চেতনা রহমান ভাষা, শাহরিয়ার সজীব, রুন্তিক বিপু, জুয়েল রানা, আল আমিন খন্দকার’সহ প্রাট্যনাটদের বেশ কয়েকজন তরুণ অভিনেতা।

অন্যদিকে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ করা হয় ভাস্কর নভেরা আহমেদের জীবনী অবলম্বনে নাটক ‘নভেরা’। সাজ্জাদ রাজীবের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন ঢাকা থিয়েটারের কর্মী ও ‘ধ্রুপদী অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন’-এর পরিচালক সামিউন জাহান দোলা। এছাড়াও এক্সপেরিমেন্টাল হলে প্রদর্শিত হয় ওপেন স্পেস থিয়েটারের ‘টুয়েলভ অ্যাংরি মেন’।