• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১, ১৩ শ্রাবন ১৪২৮ ১৭ জিলহজ ১৪৪২

করোনার ক্ষতি পোষাতে

তিন ট্রিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র

    সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • | ঢাকা , বুধবার, ০৬ মে ২০২০

বৈশ্বিক মাহমারী করোনার ক্ষয়ক্ষতি পূরণে রেকর্ড তিন ট্রিলিয়ন অর্থাৎ ৩ লাখ কোটি ডলার ঋণ নিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। ২০০৮ সালে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় যুক্তরাষ্ট্র যে ঋণ নিয়েছে, এ ঋণের পরিমাণ তার চেয়ে অন্তত পাঁচগুণ বেশি। দেশটির বর্তমান ঋণের পরিমাণ ২৫ ট্রিলিয়ন ডলার। খবর বিবিসির

যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে এসে তাদের ৩ ট্রিলিয়ন ডলার ঋণ নিতে হবে। মূলত করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ক্ষয়ক্ষতি পূরণ ও সহায়তা প্যাকেজের আওতায় যে বরাদ্দ ঘোষণা করা হয়েছে, তাতে আগামী বাজেটে সরকারকে সংকটে পড়তে হবে। এই সংকট কাটাতেই প্রায় তিন লাখ কোটি ডলার প্রয়োজন। করোনায় মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন ১২ লাখের বেশি। করোনার সময়ে কাজ হারিয়েছেন প্রায় ২ কোটি কর্মজীবী। অর্থবছরের একটি প্রান্তিকে যুক্তরাষ্ট্রের এতো বড় ঋণ নেয়া দেশটির একটি বিশাল রেকর্ড। ২০১৯ সালে পুরো বছরে দেশটি ঋণ নিয়েছে ১ দশমিক ২৮ ট্রিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্র মূলত সরকারি বন্ড বিক্রির মাধ্যমে ঋণ জোগাড় করে থাকে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল বাজেট অফিস অবশ্য গত মাসে একটি পূর্বাভাস দিয়েছিল, চলতি বছরের বাজেট ঘাটতি ৩ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার হতে পারে। করোনার কারণেই যুক্তরাষ্ট্রকে বিশাল অঙ্কের ঋণে জড়াতে হচ্ছে। দেশটি এরইমধ্যে করোনার সহায়তায় স্বাস্থ্যখাত ও নগদ প্রণোদনা হিসেবে ৩ ট্রিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেছে।