• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০, ০৪ মহররম ১৪৪২, ০৫ আশ্বিন ১৪২৭

৭ ডিসেম্বর শুরু হচ্ছে সিটিও টেক সামিট ২০১৯

| ঢাকা , বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯

image

“চতুর্থ শিল্পবিপ্লব এবং ফিনটেক বাংলাদেশ” শিরোনামে আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সিটিওদের মিলনমেলা সিটিও টেক সামিট-২০১৯। রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এস চৌধুরী হলে এ আয়োজন অনুষ্ঠিত হবে। চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় ফিনটেক এর গুরুত্ব এবং কর্মক্ষেত্রে এর প্রয়োগ সক্রান্ত সম্ভাবনা এবং প্রতিবন্ধকতা নিয়ে দেশের সিটিওদের পারস্পারিক মতবিনিময় এবং প্রযুক্তি প্রদর্শনই এই ‘সিটিও টেক সামিট-২০১৯ এর মূল উদ্দেশ্য।

এ উপলক্ষে গত ৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডি ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার, ফোরামের সাধারণ সম্পাদক ড. ইজাজুল হক, যুগ্ম সম্পাদক এবং সামিটের আহ্বায়ক মোহাম্মদ আলী, সামিটের যুগ্ম আহ্বায়ক এবং কোষাধ্যক্ষ মো. মইনুল ইসলাম, কার্যনিবার্হী সদস্য আজিম ইউ হক, নির্বাহী সদস্য এবং সিটিও টেক সামিট- ২০১৯-এর সমন্বয়ক গোপাল চন্দ্র গুহ রায়।

সংবাদ সম্মেলনে সামিটের আহ্বায়ক মোহাম্মদ আলী জানান-চতুর্থ শিল্পবিপ্লবের সুবিধাকে কাজে লাগানো এবং সৃষ্ট সমস্যা মোকাবিলায় ফিনটেক গুরুত্বপূর্ণ। ব্লকচেইন, বিটকয়েন. বিগডাটা, সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন প্রযুক্তি প্রয়োগে আমরা সিটিওরা একদিকে যেমন আগ্রহী অপরদিকে এ প্রযুক্তিগুলোতে নিজেদের অবস্থানসহ প্রায়োগিক সুবিধা অসুবিধাও বিবেচ্য। এক্ষেত্রে সচেতনতা এবং সক্ষমতা দুই-ই প্রয়োজন। এ ধরনের আয়োজনে পারস্পারিক মতবিনিময়ের সুযোগ তৈরি হয় ফলে পারস্পারিক সক্ষমতা বৃদ্ধি পায় যা চতুর্থ শিল্পবিপ্লবের সমস্যা মোকাবেলায় ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন সেক্টরে কর্মরত প্রযুক্তিবিদগণসহ দেশের তথ্যপ্রযুক্তিবিদ, সরকারের নীতিনির্ধারক, গবেষক এবং শিক্ষার্থীরা অংশ নেবেন। তিনি জানান সামিটে ব্লকচেইন, সাইবার সিকিউরিটি, আইওটিসহ নতুন নতুন প্রযুক্তি বিষয়ে ৬টি সেমিনার অনুষ্ঠিত হবে যেখানে দেশি-বিদেশি ৪০ জন বক্তা উপস্থিত থাকবেন। সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বলেন, এ সম্মেলনকে কেন্দ্র করে দেশের তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট গণ্যমান্য এবং নীতিনির্ধারণী ব্যক্তিগণ একত্রিত হচ্ছেন, যা আমাদের কমিউনিটি উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। বর্তমানে যে ইমার্জিং টেকনোলজি নিয়ে আমরা কথা বলছি সে প্রযুক্তির সফল ব্যবহার কিভাবে করা যায় এটা গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন এই বিষয়গুলোর উন্নয়নে কার্যকরী বলে আমরা মনে করি। সংবাদ বিজ্ঞপ্তি।