• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ১২ মাঘ ১৪২৭, ১২ জমাদিউস সানি ১৪৪২

সিম্ফনি ভি৭৫ স্পর্শ করল সাড়ে ৮ লাখের মাইলফলক

| ঢাকা , শুক্রবার, ১৯ জুলাই ২০১৯

image

সিম্ফনি মোবাইলের একটি মডেল সিম্ফনি ভি৭৫ এখন পর্যন্ত সাড়ে ৮ লাখ গ্রাহকের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। গত ৩ জুলাই ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা, বাঞ্ছারামপুর থানার সিম্ফনির একটি দোকান থেকে তাছলিমা আক্তার নামে একজন গ্রাহক সিম্ফনি ভি৭৫ এর সাড়ে ৮ লাখ তম হ্যান্ডসেটটি ক্রয় করেন। ২০১৬ সালে এই স্মার্টফোনটি বাজারজাত করা শুরু হয় এবং ২০১৮ সাল থেকে এই ফোনটি বাংলাদেশে উৎপাদিত হচ্ছে। আমদানি এবং বাংলাদেশে উৎপাদন সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৮ লাখ ৭০ হাজার পিছ হ্যান্ডসেট দেশের বাজারে দিতে সমর্থ হয়েছে সিম্ফনি মোবাইল। এই সাড়ে ৮ লাখ তম গ্রাহককের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন সিম্ফনির হেড অফ সেলস এম.এ হানিফ, ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মাদ রিয়াদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (বিজনেস প্ল্যানিং অ্যান্ড এ্যানালাইসিস) তারিকুল ইসলাম। হ্যান্ডসেটটির দাম ৪ হাজার ৭ শত নব্বই টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।