বান্দরবানে গড়ে উঠা সবুজ পাহাড় ঘেরা সাইরু হিল রিসোর্টস লিমিটেডে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন রবির গ্রাহকরা। ধন্যবাদ কর্মসূচির আওতায় এ অফার এনেছে অপারেটরটি। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর রবি কর্পোরেট অফিসে রবির কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেসের ভাইস প্রেসিডেন্ট রফিকুল হক এবং সাইরু হিল রিসোর্টসের ম্যানেজিং ডিরেক্টর মুস্তাফা আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় রবির গ্রাহকরা সাইরু থেকে বিশেষ প্যাকেজ সুবিধাসহ রুম ভাড়ার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবির লয়েলটি অ্যান্ড উইনব্যাকের জেনারেল ম্যানেজার তওফিক ইমাম, লয়েলটি অ্যান্ড উইনব্যাকের ম্যানেজার শাহাদাত মজুমদার ও আহমেদ চৌধুরী এবং সাইরু হিল রিসোর্টসের জেনারেল ম্যানেজার মোস্তফা কামাল (শাহীন) প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
‘একজন ছাত্র একটি ল্যাপটপ’ প্রকল্পের নিয়মিত কর্মসূচীর অংশ হিসাবে ১৯তম পর্বে ১