• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯, ৮ শ্রাবন ১৪২৫, ১৯ জিলকদ ১৪৪০

বিশ্বখ্যাত বোস’র পণ্য এখন রবিশপে

| ঢাকা , শুক্রবার, ০৭ ডিসেম্বর ২০১৮

image

খ্যাতনামা ইলেকট্রনিকস কোম্পানি বোসের ইলেকট্রনিকস পণ্য এখন দেশের অন্যতম ই-কমার্স সাইট রবিশপ থেকে কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। এ লক্ষ্যে সম্প্রতি ঢাকার স্থানীয় একটি হোটেলে বাংলাদেশে বোস কর্পোরেশন ইউএসএ’র একমাত্র পরিবেশক গ্রাফিকস ইনফরমেশন সিস্টেমস লিমিটেড এবং রবিশপ’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, ২০১৯ সালের শেষ পর্যন্ত বোস’র পণ্যগুলো শুধু রবিশপে পাওয়া যাবে। রবি’র আইওটি অ্যান্ড প্রোডাক্ট ইনোভেশন’র ভাইস প্রেসিডেন্ট মো. শওকত কাদের চৌধুরী ও গ্রাফিকস ইনফরমেশন সিস্টেম লিমিটেডের ডিরেক্টর সৈয়দ ফেরদৌস আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন। এসময় রবি ডিজিটাল সার্ভিসেসের হেড অব সোর্সিং অ্যান্ড পার্টনার ম্যানেজমেন্ট আদনান ফিরোজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।