• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮, ১ কার্তিক ১৪২৫, ৫ সফর ১৪৪০

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে ভেঞ্চার ক্যাপিটাল অ্যাসোসিয়েশনের মতবিনিময়

| ঢাকা , মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮

image

বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান এম খাইরুল হোসেনের সাথে এক সৌজন্য মতবিনিময় সভা করেছেন ভেনচার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব) এর প্রতিনিধিবৃন্দ। ভিসিপিয়াব সভাপতি ও ফেনক্স ভেনচার ক্যাপিটাল এর জেনারেল পার্টনার শামীম আহসান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সভায় বাংলাদেশে ভেনচার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি খাতটিকে আরও বেগবান ও জনপ্রিয় করে তোলার জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অলটারনেটিভ ইনভেস্টমেন্ট নীতি সংক্রান্ত কিছু নির্দিষ্ট মতামত ও সুপারিশ তুলে ধরা হয় এবং এর ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় বিএসইসি থেকে আরও উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, কমিশনার এম. ডি. আমজাদ হোসেন, কমিশনার স্বপন কুমার বালা, কমিশনার খন্দকার কামাল উজ জামান, নির্বাহী পরিচালক হাসান মাহমুদ, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, পরিচালক এম. মাহমুদুল হক। ভিসিপিয়াব থেকে উপস্থিত ছিলেন ভিসিপিয়াব সহ-সভাপতি ও ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান জিয়া ইউ আহমেদ, ভিসিপিয়াব মহাসচিব ও বিডি ভেনচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, ভিসিপিয়াব পরিচালক ও মসলিন ক্যাপিটাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল মারুফ মতিন এবং ব্রামার অ্যান্ড পার্টনারস অ্যাসেট ম্যানেজমেন্ট বাংলাদেশ লিমিটেডের এর প্রধান নির্বাহী কর্মকর্তা খালিদ কাদির। সংবাদ বিজ্ঞপ্তি।