• banlag
  • newspaper-active
  • epaper

শুক্রবার, ৩১ জুলাই ২০২০, ৯ জিলহজ ১৪৪১, ৩১ জুলাই ২০২০

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করল জাতীয় মহিলা সংস্থা

| ঢাকা , রোববার, ০৭ জুলাই ২০১৯

image

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত ‘আমার ইন্টারনেট আমার আয়’ কর্মসূচি হতে গত ২ বছরে ৬৪টি জেলায় ৬ মাস মেয়াদী ২,৩০৪ জন ফ্রিল্যান্স আউটসোর্সিং প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে সনদপত্র প্রদান করা হলো।

গত ২৪ জুন জাতীয় মহিলা সংস্থা অডিটরিয়ামে প্রশিক্ষণার্থীদের প্রধান অতিথি হিসেবে সনদপত্র তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক কাজল ইসলাম। এছাড়াও আমার ইন্টারনেট আমার আয় কর্মসূচির সফলতা একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন এই কর্মসূচির সহযোগী প্রতিষ্ঠান কমজগৎ টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল। সংবাদ বিজ্ঞপ্তি।