• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ২৯ নভেম্বর ২০২০, ১৪ অগ্রহায়ণ ১৪২৭, ১৩ রবিউস সানি ১৪৪২

প্রতি মাসের তৃতীয় বৃহস্পতিবার বিনামূল্যে বিক্রয়-পরবর্তী সেবা দেবে ভিভো

| ঢাকা , রোববার, ২২ নভেম্বর ২০২০

image

প্রতি মাসের তৃতীয় বৃহস্পতিবারকে ‘ভিভো সার্ভিস ডে’ ঘোষনা করেছে বহুজাতিক মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। এ দিন ভিভো ব্যবহারকারীরা বিনামূল্যে বিক্রয় পরবর্তী সেবা পাবেন। এছাড়া ভিভোর অনুমোদিত সকল সার্ভিস সেন্টারে এ দিন ১০ শতাংশ ছাড়ে মোবাইল এক্সেসরিজ কেনা যাবে।

গত ১৯ নভেম¦র থেকে এই ‘ভিভো সার্ভিস ডে’ পালিত হচ্ছে। বিনামূল্যে সেবাগুলোর মধ্যে থাকবে ফ্রি পেস্টিং অব প্রটেক্টিং ফিল্ম, ফ্রি সফটওয়্যার আপগ্রেডের সেবা। স্মার্টফোনের চার্জার, ডাটা ক্যাবল ও ইয়ারফোন কেনার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

এ বিষয়ে ভিভোর ব্যবস্থাপনা পরিচালক মি. ডিউক বলেন, ‘গ্রাহকদের বিক্রয় পরবর্তী সেবার বিষয়ে সব সময়ই গুরুত্ব দেয় ভিভো। এটা গ্রাহকদের সঙ্গে সরাসরি কাজ করতে এবং গ্রাহকদের পছন্দ-অপছন্দগুলো জানতে সাহায্য করে। এই লক্ষ্য নিয়েই মাসে এক দিন ভিভো সার্ভিস ডে পালনের সিদ্ধান্ত নিয়েছে ভিভো। এখন থেকে প্রতি মাসের তৃতীয় বৃহস্পতিবার ভিভো সার্ভিস ডে পালিত হবে। গ্রাহকরা ভিভোর অথোরাইজড সার্ভিস সেন্টারে গেলেই এই সুবিধা পাবেন।’ সংবাদ বিজ্ঞপ্তি।