• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ০৯ আগস্ট ২০২০, ১৮ি জিলহজ ১৪৪১, ২৫ শ্রাবণ ১৪২৭

নগদ ও গ্লোরিয়া জিন্স কফির মধ্যে চুক্তি স্বাক্ষর

| ঢাকা , রোববার, ১৫ মার্চ ২০২০

image

ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ ও নাভানা ফুডস লিমিটেডের গ্লোরিয়া জিন্স কফির মধ্যে একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি গুলশান-২ গ্লোরিয়া জিন্সে এই করপোরেট চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর ফলে এখন থেকে “নগদ” গ্রাহকরা গ্লোরিয়া জিন্সে যেকোনো ধরনের কেনাকাটায় ছাড় পাবেন। এজন্য একজন গ্রাহককে গ্লোরিয়া জিন্সে কোনো কিছু কেনার পর “নগদ”-এর মাধ্যমে পেমেন্ট করতে হবে।

“নগদ”-এর পক্ষে চিফ সেলস অফিসার শেখ আমিনুর রহমান ও গ্লোরিয়া জিন্স কফির হেড অব বিজনেস মুরশেদ এলাহী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় “নগদ”-এর চিফ কমার্শিয়াল অফিসার সাদাত আদনান রহমান, হেড অব বিজনেস সেলস মো. শিহাব উদ্দিন চৌধুরী ও গ্লোরিয়া জিন্স কফির ইনচার্জ (অপারেশসন) শেখ সাদী এবং হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট মো. সাজ্জাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।