• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ১২ মাঘ ১৪২৭, ১২ জমাদিউস সানি ১৪৪২

দুর্গম অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট ভিত্তিক সেবা প্রদানে সহায়তা করবে ডেনমার্ক

| ঢাকা , সোমবার, ০১ জুলাই ২০১৯

image

ডেনমার্ক প্রস্তাবিত “ডিজিটালাইজেশন অব আইল্যান্ডস এলং বে-অব বেঙ্গাল এন্ড হাওর এরিয়া” প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের দুর্গম দ্বীপ ও হাওর অঞ্চলের গ্রামীন জনগোষ্ঠীর মাঝে উচ্চগতির ইন্টারনেট ভিত্তিক সেবা প্রদানে ১০০ মিলিয়ন ইউরো ব্যয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইসরাফ পিটারসন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে গত ২৩ জুন আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বৈঠককালে এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের কমার্শিয়াল কাউন্সিলর জেকব কাল জেপসন, বাংলাদেশ হাইটেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগমসহ আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।