• banlag
  • newspaper-active
  • epaper

সোমবার, ৩০ মার্চ ২০২০, ১৬ চৈত্র ১৪২৬, ৩০ রজব সানি ১৪৪১

ঈদে সেরা খুচরা বিক্রেতা ও ব্যবসায়ীদের পুরস্কৃত করল ভিভো

| ঢাকা , শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯

image

বাংলাদেশে কর্মরত খুচরা স্মার্টফোন বিক্রেতা ও ব্যবসায়ীদেরকে পুরস্কৃত করেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ঈদ মৌসুমে ভালো পারফরম্যান্সের জন্য তাদেরকে এ পুরস্কার দেয়া হয়। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর গুলশানের ’ডানশিয়ানজেন’ রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করে ভিভো। ‘বেস্ট ডিলার এন্ড রিটেইলার অ্যাওয়ার্ড মির্টিং’ শীর্ষক এই অনুষ্ঠানে দেশের খুচরা স্মার্টফোন বিক্রেতা ও ব্যবসায়ীরা ছাড়াও ভিভোর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভিভো স্মার্টফোনের খুচরা বিক্রেতা ও ব্যবসায়ীদের হাতে সনদ, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। ভিভো বাংলাদেশ জানায়, আমদানিকৃত স্মার্টফোনে শুল্ক বৃদ্ধি হলেও ঈদ মৌসুমে খুচরা মূল্য বাড়ায়নি ভিভো। এছাড়া, ঈদের পরে তিনটি ফোনে ডিসকাউন্ট দেয়ায়, বাংলাদেশের বাজারে সাড়া ফেলেছে ভিভো ফোন। আর এরই প্রেক্ষিতে, দেশের ভিভো স্মার্টফোনের খুচরা বিক্রেতা ও ব্যবসায়ীদের উৎসাহিত করতে প্রথমবারের মতো এ পুরস্কারের আয়োজন করেছে ভিভো। সংবাদ বিজ্ঞপ্তি।