• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১, ১৩ শ্রাবন ১৪২৮ ১৭ জিলহজ ১৪৪২

ঈদুল আজহা উপলক্ষে দারাজের ঈদ বিগ সেল ক্যাম্পেইন

| ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২০

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দারাজে চলছে ঈদ বিগ সেল ক্যাম্পেইন। ৩১ জুলাই পর্যন্ত এ ঈদ শপিং ক্যাম্পেইনে থাকছে টপ রেটেড প্রডাক্ট, মেগা ডিলস, শেক শেক ভাউচার, আই লাভ ভাউচার, ফ্ল্যাশসেলসহ অসংখ্য ঈদ অফার। ইভেন্টটির কো-স্পন্সর হিসেবে আছে রিয়েলমি স্মার্টফোন, ভিম, ডেটল, এস্কয়ার ইলেকট্রনিক্স, স্পø্যাশ, স্টুডিও এক্স, রাঁধুনি ও এবং ব্র্যান্ড পার্টনার হিসেবে থাকছে ডোমেক্স, সার্ফ এক্সেল, ভিট, লাইজল, আকিজ বেভারেজ, এসিআই, ফুডস, প্যারাসুট, ওয়াইল্ড স্টোন, ফোকালইউর বাংলাদেশ। ক্যাম্পেইন চলাকালীন এই ব্র্যান্ডগুলোর পণ্যের উপর থাকবে বিশেষ ছাড় ও অন্যান্য আকর্ষণীয় অফার। সংবাদ বিজ্ঞপ্তি।