• banlag
  • newspaper-active
  • epaper

সোমবার, ২০ জানুয়ারী ২০২০, ৬ মাঘ ১৪২৬, ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

আজ শেষ হচ্ছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯-এ প্রকল্প জমা দেয়ার সময়

| ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯

আজ শেষ হচ্ছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯ এ প্রকল্প জমা দেয়ার সময়। বেসিসের উদ্যোগে ৩য় বারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই অ্যাওয়ার্ডস প্রোগ্রাম। এই আয়োজন থেকে প্রাপ্ত বিজয়ীদের অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের প্রতিযোগী হিসেবে মনোনীত করা হবে। এ বছর অ্যাপিকটা অ্যাওয়ার্ডস আজ শেষ হচ্ছে। ভিয়েতনামের হালং বে’তে অনুষ্ঠিত হবে ।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস সম্পর্কে বেসি সসভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের মাধ্যমে আমরা সারাদেশের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করি এবং উৎসাহ প্রদান করার লক্ষ্যে পুরস্কার প্রদান করি। মনোনীত প্রকল্পগুলো অ্যাপিকটা অ্যাওয়ার্ডে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরছে।

বেসিস আইসিটি অ্যাওয়ার্ড সম্পর্কে আহ্বায়ক দিদারুল আলম বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডেও লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশে পরিচালিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের অসাধারণ কৃতিত্বের জন্য স্বীকৃতি প্রদান করা। প্রকল্প জমা দিতে ভিজিট করুন: https://bnia.basis.org.bd/apply-now সংবাদ বিজ্ঞপ্তি।