মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ নামে যে পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে তার সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন তুলেছে মস্কো। মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনা প্রকাশের পর রাশিয়ার পক্ষ থেকে এটাই প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। এ পরিকল্পনাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের লঙ্ঘন বলে মন্তব্য করেছে ক্রেমলিন। একইসঙ্গে তা বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও জোরালো উদ্বেগ প্রকাশ করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। গত রোববার একটি রুশ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এই শান্তি পরিকল্পনার কিছু অংশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সম্পূর্ণ বিপরীত, এটা স্পষ্ট।’ পেসকভ আরও বলেন, ‘আমরা প্যালেস্টাইনিদের প্রতিক্রিয়া দেখেছি, আরব রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়া জেনেছি। তারা মূলত এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। ফলে এ পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা অবশ্যই প্রশ্নের মুখে পড়েছে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে গত মঙ্গলবার হোয়াইট হাউজ থেকে শান্তি পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্প। এ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ প্যালেস্টাইনের কোন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। ট্রাম্পের এ পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটি। প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। গত ২৮ জানুয়ারি স্থানীয় সময় বিকেল পাঁচটায় হোয়াইট হাউজে বহু প্রতীক্ষিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প। ১৮১ পৃষ্ঠার ওই প্রস্তাবনা প্রকাশের সময় তার পাশে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ঘটনার পরই এ প্রস্তাব প্রত্যাখান করে আরব দেশগুলোর অবস্থান স্পষ্ট করার জন্য আরব লীগের জরুরি সভা ডাকেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
করোনাভাইরাস
চীনে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্র সহায়তা না করে বরং
চীন সীমান্ত বন্ধের দাবি
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে সীমান্ত বন্ধের দাবিতে ধর্মঘট
মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ দেশ সিরিয়ার সীমান্তে অতিরিক্ত সেনা ও ট্যাঙ্ক মোতায়েন করেছে তুরস্ক।
ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ উপদেষ্টা ও মার্কিন প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার বলেছেন, প্যালেস্টাইনিরা
সিএএবিরোধী বিক্ষোভ
ভারতের রাজধানী দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে রোববার সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)
জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ায় ভারতের দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা
করোনাভাইরাস
চীনে নতুন করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আতঙ্ক,
বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় সেনো প্রদেশের একটি গ্রামে সন্দেহভাজন জিহাদিদের রাতভর হামলার ঘটনা