ইয়েমেনজুড়ে দুর্ভিক্ষের মুখে থাকা প্রায় ১ কোটি ২০ লাখ মানুষকে জরুরি খাদ্য সহায়তা দিতে অভিযানের সংখ্যা বৃদ্ধি করছে জাতিসংঘ
ইয়েমেনের বন্দর নগরী হোদাইদাহের লোহিত সাগর তীরবর্তী মিলগুলোতে গুদামজাত করা ৫১ হাজার টন গম ‘পচনের ঝুঁকিতে’ রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা। এ খাদ্যশস্যগুলো দিয়ে ৩৭ লাখ মানুষকে এক মাস খাওয়ানো যাবে। গত সোমবার এ দাবি করেছেন জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত মার্টিন গ্রিফিথস। রয়টার্স।
চার আগে শুরু হওয়া ইয়েমেনের গৃহযুদ্ধের কারণে ওই খাদ্যশস্যগুলো গুদামে আটকা পড়ে আছে। ৫ মাসের বেশি সময় ধরে সেখানে প্রবেশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন গ্রিফিথস। প্রায় চার বছর ধরে চলা ইয়েমেনের গৃহযুদ্ধে হাজার হাজার লোক নিহত হয়েছেন। যুদ্ধের কারণে অর্থনীতি ভেঙে পড়ায় ইয়েমেনে লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের প্রান্তে অবস্থান করছেন। ২০১৪ সালে দেশটির প্রেসিডেন্ট আব্দরাব্বু মনসুর হাদিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে ইরান সমর্থিত শিয়া হাউথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেয়ার পর গৃহযুদ্ধ শুরু হয় দেশটিতে। সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নেয়া হাদিকে ফের ক্ষমতায় বসাতে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোট। যুদ্ধে বহু বেসামরিক নাগরিক নিহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির পরও সুবিধা করতে পারেনি সৌদি জোট। গত বছরের ডিসেম্বরে সুইডেনে অনুষ্ঠিত শান্তি আলোচনায় ইয়েমেনের যুদ্ধরত পক্ষগুলো অস্ত্রবিরতিতে রাজি হয়। এ অস্ত্রবিরতি পুরোপুরি কার্যকর করতে ও শর্তানুযায়ী হোদাইদাহ থেকে সৈন্য প্রত্যাহার করতে দু’পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ। এ বন্দরটিই ইয়েমেনের আমদানিকৃত অধিকাংশ পণ্য ঢোকার প্রধান পথ। এ বন্দরের গুদামগুলোতে মজুদ খাদ্যশস্য ও গম ভাঙানোর যন্ত্রগুলোর নাগাল পাওয়া চলমান শান্তি আলোচনার অন্যতম প্রধান লক্ষ্য। গত সপ্তাহে যুদ্ধরত পক্ষগুলোর আলোচনায় হোদেইদাহ থেকে কীভাবে সৈন্য সরিয়ে নেয়া হবে সে বিষয়ে ‘প্রাথমিক সমঝোতা’ হয়েছে কিন্তু চূড়ান্ত সমঝোতা বাকি রয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
গ্রিফিথ জানিয়েছেন, ওই মিলগুলোতে প্রবেশ করার একটি পথ বের করতে আলোচনায় অংশ নেয়া সব পক্ষগুলোকে উৎসাহিত করেছেন তিনি।
চরম রাজনৈতিক সংকটে থাকা ভেনিজুয়েলার ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের
বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের উদারপন্থি মনোভাবের সমালোচনা করেছেন
সীমান্ত নিরাপত্তা নিয়ে সমঝোতায় পৌঁছানো ও সরকারের আরেকটি অচলাবস্থা এড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের উদ্যোগে পোল্যান্ডে অনুষ্ঠিতব্য তিন দিনের মধ্যপ্রাচ্য সম্মেলনে আমন্ত্রণ জানানো হলেও প্যালেসস্টাইন
আফগানের স্বশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবানের বিরুদ্ধে ন্যাটো সমর্থিত সেনাবাহিনীর যুদ্ধ সংঘটিত হয়েছে।
তুরস্কের ইস্তান্বুলের সৌদি দূতাবাসে খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগির মৃতদেহের বিষয়ে এখনও