• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ১৫ জুন ২০২১, ১ আষাড় ১৪২৮ ৩ জিলকদ ১৪৪২

হাইতির মার্কিন দূতাবাসের সামনে গুলি

সংবাদ :
  • সংবাদ ডেস্ক

| ঢাকা , বুধবার, ০১ মে ২০১৯

হাইতির মার্কিন দূতাবাসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এর জেরে দেশটির রাজধানী পোর্ট ওউ প্রিন্সে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত সোমবার দূতাবাসের কূটনৈতিক ভবন চত্বরে গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে উপস্থিত জনতাকে সতর্ক করে কর্তৃপক্ষ। নিরাপত্তা বেষ্টনীর আড়ালে আশ্রয় নেন দূতাবাসের কর্মীরা। হাইতির মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ ঘটনার পর সতর্কতা জারি করা হয়েছে।

টুইটার বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে ওই দেশে বসবাসকারী মার্কিন নাগরিক এবং জনসাধারণের উদ্দেশে। সেই টুইটার বার্তায় লেখা হয়েছেÑ ‘যারা দূতাবাসের মধ্যে রয়েছেন তারা অনুগ্রহ করে বাইরে যাবেন না। যদি কেউ মার্কিন দূতাবাসের উদ্দেশে রওনা হয়ে থাকেন তাহলে কোন নিরাপদ স্থানে আশ্রয় নিন।’ দূতাবাসের সামনেই ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। একই সঙ্গে ঠিক কোন জায়গায় গুলি চালানো হয়েছে সেটিও স্পষ্ট করে জানাতে পারেনি হাইতি প্রশাসন। প্রশাসনিক দুর্নীতি নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে হাইতির রাজধানী শহর। বিভিন্ন সংগঠনের বিক্ষোভের কারণে অস্থির অবস্থা চলছে। এরই মাঝে এই গুলির ঘটনা ঘটেছে।