• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ২৫ অক্টোবর ২০২০, ৯ কার্তিক ১৪২৭, ৭ রবিউল ‍আউয়াল ১৪৪২

স্বাভাবিক জীবনে ফিরছে নিউজিল্যান্ড

    সংবাদ :
  • সংবাদ ডেস্ক
  • | ঢাকা , শনিবার, ১৬ মে ২০২০

করোনাভাইরাস মহামারীতে জারি থাকা লকডাউন থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে নিউজিল্যান্ড। এরই অংশ হিসেবে দেশটির বেশিরভাগ ব্যবসা-বাণিজ্য চালু হচ্ছে। পাশাপাশি খুলছে দোকানপাট, ক্যাফে ও পার্ক। পরিবার, বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা করার ওপর থেকেও উঠছে নিষেধাজ্ঞা। বিবিসি।

করোনার সংক্রমণ কমে আসায় দেশটিতে লকডাউনের মাত্রাও কমছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে সংবাদ মাধ্যমটি বলেছে, গত তিন দিনে নতুন কোন কোভিড-১৯ রোগী ধরা পড়েনি নিউজিল্যান্ডে। গণসংক্রমণের আশঙ্কাও এখন অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার লকডাউন ওঠার প্রথম প্রহরেই ক্রাইস্টচার্চে নাপিতের দোকানগুলোতে চুল কাটতে দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে জিমগুলোও। এমন পরিস্থিতিতে দেশটিতে চতুর্থ মাত্রা থেকে লকডাউন নামিয়ে আনা হচ্ছে দ্বিতীয় মাত্রায়। এ স্তরকে বলা হচ্ছে, ‘আরও নিরাপদ নতুন স্বাভাবিক’ অবস্থা। এর আগে এপ্রিলে নিউজিল্যান্ড লকডাউনের মাত্রা চার থেকে তিন-এ নামিয়ে আনা হয়।