• banlag
  • newspaper-active
  • epaper

শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯, ৬ মাঘ ১৪২৫, ১২ জমাউল আওয়াল ১৪৪০

সিরিয়ায় ৫ ব্রিটিশ সেনা নিহত

সংবাদ :
  • সংবাদ ডেস্ক

| ঢাকা , শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯

সিরিয়ার দেইর আজ জোর প্রদেশে ইসলামপন্থি জঙ্গি সংগঠন আইএসের রকেট হামলায় কমপক্ষে পাঁচ ব্রিটিশ সেনা নিহত হয়েছেন। প্রদেশের আল শাফ গ্রামে এ রকেট হামলা চালায় আইএস।

২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিস্তৃত অঞ্চল থেকে সরকারি বাহিনীকে সরিয়ে দিয়ে ‘খেলাফত’ ঘোষণা করে আইএস নেতা আবু বকর আল-বাগদাদি। তবে বিগত কয়েক মাসে ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে সংগঠনটি। ইরাক ও সিরিয়ায় নিয়ন্ত্রিত বিস্তৃত অঞ্চলটির নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। তবে ছোট ছোট কিছু এলাকায় এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে তারা। রুশ বার্তা সংস্থা স্পুটনিক এক প্রতিবেদনে বলা হয়, হামলায় ব্রিটেনের আরও কয়েকজন সেনা আহত হয়েছে। তবে ব্রিটেন এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। গত রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছিল, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ’র হামলায় ব্রিটেনের এক সেনা নিহত ও দুজন আহত হয়েছেন।