• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ৩০ চৈত্র ১৪২৭ ২৯ শাবান ১৪৪২

বরযাত্রার বাস নদীতে

রাজস্থানে নিহত ২৫

    সংবাদ :
  • সংবাদ ডেস্ক
  • | ঢাকা , বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০

image

ভারতের রাজস্থানে বরযাত্রার একটি বাস নদীতে পড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এছাড়াও এতে তিনজন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। গতকাল বুধবার স্থানীয় সময় সকালে এ হতাহতের ঘটনা ঘটে। এনডিটিভি।

সংবাদ মাধ্যমটি বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকালে বুন্দি জেলার কোটা-দৌসা মহাসড়কের একটি সেতু থেকে বাসটি নদীতে পড়ে যায়, লেখারি থানার সহকারী পুলিশ পরিদর্শক রাজেন্দ্র কুমার ফোনে পিটিআইকে জানান, বুধবার ভোরে ২৮ জন যাত্রী নিয়ে বাসটি কোটা থেকে সাওয়াই মধুপুরের দিকে যাচ্ছিল, পথে পাপড়ি গ্রামের কাছে মেজ নদীর সেতুতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি নদীতে পড়ে যায়। নদীর সেতুটিতে কোন রেলিং ছিল না বলে জানিয়েছেন তিনি। ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। অন্যরা হাসপাতালে নেয়ার পথে কিংবা পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহতদের মধ্যে ১০ জন নারী ও অন্তত ৩টি শিশুও আছে বলে নিশ্চিত করেন রাজেন্দ্র কুমার। স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে লেখারি সরকারি হাসপাতালে এবং পরে গুরুতর আঘাতপ্রাপ্তদের কোটা সরকারি হাসপাতালে নেয়া হয়।

এক টুইটার বার্তায় এ দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেলত।