• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ১৯ ফাল্গুন ১৪২৭ ১৯ রজব ১৪৪২

যুক্তরাষ্ট্রে করোনায় ৫ লাখ মৃত্যু হৃদয়বিদারক

বাইডেন

| ঢাকা , বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। এ সংখ্যাকে প্রেসিডেন্ট জো বাইডেন হৃদয়বিদারক মাইলফলক বলে উল্লেখ করেছেন। বিবিসি

তিনি বলেন, জাতি হিসেবে আমরা এমন নির্মম ভাগ্যকে মেনে নিতে পারি না। দুঃখিত হওয়ার জন্য আমাদের অনুভূতিহীন হওয়া বন্ধ করতে হবে।

করোনায় মৃতদের স্মরণে হোয়াইট হাউজের বাইরে মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে অংশ অংশ নেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তাদের সঙ্গীরা। সেখানে তারা এক মিনিট নীরবতা পালন করেন।

করোনায় বিশ্বে সবচেয়ে বেশি মৃতু্যুর হার যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮০ লাখ। আক্রান্তের সংখ্যাতেও বিশ্বে প্রথম যুক্তরাষ্ট্র।

আমেরিকানদের করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়ে বাইডেন বলেন, মনে রাখুন আজ আমরা কাদের হারিয়েছি আর কাদের আমরা পেছনে ফেলে এসেছি। সব আমেরিকানদের অনুরোধ করছি মনে রাখতে।