• banlag
  • newspaper-active
  • epaper

শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭, ১৮ রবিউস সানি ১৪৪২

মেক্সিকো সীমান্তে সংঘর্ষ : নিহত ২১

সংবাদ :
  • সংবাদ ডেস্ক

| ঢাকা , শনিবার, ১২ জানুয়ারী ২০১৯

যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী মেক্সিকোর একটি শহরে সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলিতে ২১ জন নিহত হয়েছে। দেশটির তামাউলিপাস প্রদেশের সিউদাদ মিগুয়েল আলেমান শহরে গত বুধবার ওই মৃতদেহগুলো খুঁজে পাওয়া যায় বলে জানান স্থানীয় কর্মকর্তারা। এদিকে মেক্সিকো সীমান্ত দেয়াল নির্মাণের পক্ষে সমর্থন যোগাড় করতে পরদিন স্থানীয় সময় বিকেলে শহরটি থেকে ৯০ কিলোমিটার দূরে টেক্সাসের ম্যাকঅ্যালেন নগরী সফর করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

মেক্সিকো সীমান্ত দেয়াল নির্মাণের তহবিল বরাদ্দ নিয়ে বিরোধের জেরে যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। দেয়াল নির্মাণের বরাদ্দ ছাড়া কোন অর্থবিলে সই করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ডেমোক্র্যাটরা ‘জনগণের করের টাকায়’ ট্রাম্পের এ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হতে দেবে না।

দুই পক্ষের অনড় অবস্থানের কারণে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন সংস্থা ও বিভাগের ব্যয় নির্বাহে প্রয়োজনীয় অর্থ সংস্থানের বিলটি এখনও আলোর মুখ দেখেনি।

ম্যাকঅ্যালেন নগরী সফরের সময় সরকারের এই অচলাবস্থা নিরসনে প্রয়োজনে ‘জরুরি অবস্থা’ জারির হুমকি দিয়েছেন ট্রাম্প। মেক্সিকো থেকে অবৈধ অভিবাসী, অপরাধী ও মাদক চক্রের প্রবেশ রোধে সীমান্ত দেয়াল নির্মাণ করতে চাইছেন ট্রাম্প। মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশগুলোর মধ্যে একটি তামাউলিপাস। এখানে বেশ কয়েকটি ‘গ্যাং’ অত্যন্ত সক্রিয় এবং তাদের মধ্যে প্রায়ই বন্দুকযুদ্ধ হয়। বুধবার ‘গফ কার্টেল’ এবং তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ‘জিতাস’ বাহিনীর মধ্যে লড়াই হয়েছে বলে ধারণা করছে পুলিশ।