• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ২৫ আগস্ট ২০১৯, ১০ ভাদ্র ১৪২৫, ২৩ জিলহজ ১৪৪০

মাওবাদীদের হামলায় ৯ সিআরপিএফ জওয়ান নিহত

সংবাদ :
  • সংবাদ ডেস্ক

| ঢাকা , বুধবার, ১৪ মার্চ ২০১৮

ভারতের ছত্রিশগড় রাজ্যের সুকমায় কেন্দ্রীয় অতিরিক্ত পুলিশ কর্মকর্তাদের (সিআরপিএফ) একটি মাইন প্রতিরোধক গাড়িতে মাওবাদীদের আইডি হামলার কমপক্ষে ৯ সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন। এছাড়াও গতকাল ওই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।

সিআরপিএফএর এক বিবৃতিতে জানা যায়, গতকাল স্থানীয় সময় সকালে প্রভাবিত সুকমা জেলায় তল্লাশি অভিযান চলছিল তারা। সেই সময়েই কিস্টারাম পুলিশ থানা এলাকায় গভীর জঙ্গলের মধ্যে মাওবাদীরা তীব্র বিস্ফোরণ ঘটায়। তাতেই উড়ে যায় মাইন প্রতিরোধক ওই গাড়ি। সুকমাতেই দুদিন আগে মুখ্যমন্ত্রী রমন সিং ঘুরে গিয়েছেন। তার পরেই এই ঘটনা। ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে। এর আগে গত ২ মার্চ ছত্রিশগড়ে বিজাপুর জেলার পূজারি কাঁকের এলাকার জঙ্গলে সিআরপিএফের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১০ জন মাওবাদী মারা যায়।