• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ১৫ জুন ২০২১, ১ আষাড় ১৪২৮ ৩ জিলকদ ১৪৪২

বাগদাদির নতুন ভিডিও প্রকাশ

সংবাদ :
  • সংবাদ ডেস্ক

| ঢাকা , বুধবার, ০১ মে ২০১৯

image

আবু বকর আল বাগদাদি

ইসলামপন্থি জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) এক ব্যক্তির ভিডিও প্রকাশ করে তাকে তাদের নেতা আবু বকর আল বাগদাদি বলে দাবি করেছে। ভিডিওতে বাগদাদি বলে কথিত ওই ব্যক্তিকে সিরিয়ায় ভূখন্ড হারানোর প্রতিশোধ নেয়ার প্রত্যয় জানানোর পাশাপাশি শ্রীলঙ্কা হামলা নিয়ে কথা বলতে দেখা গেছে। এর আগে, ২০১৪ সালে প্রকাশিত আরেক ভিডিওতে ইরাকের মসুল শহরের গ্রান্ড মসজিদের মেহরাব থেকে বাগদাদিকে সিরিয়া ও ইরাকের বিস্তৃত অঞ্চলে ‘খিলাফত’ প্রতিষ্ঠার দাবি জানাতে দেখা গিয়েছিল। তারপর থেকে তাকে আর দেখা যায়নি। নতুন ভিডিওতে বাগদাদিকে ওই অঞ্চলে আইএসের শেষ ঘাঁটি বাঘুজে পরাজয় স্বীকার করে নিতে দেখা গেছে। ভিডিওটি কখন রেকর্ড করা হয়েছে তা পরিষ্কার নয়। আইএস জানিয়েছে চলতি বছরের এপ্রিল মাসেই এ ভিডিওটি ধারণ করা হয়। ১৮ মিনিটের ওই ভিডিওটি জঙ্গিগোষ্ঠীটির আল ফুরকান মিডিয়া নেটওয়ার্কে পোস্ট করা হয়েছে। এতে বাগদাদি বলেন, সিরীয় শহর বাঘওয়ে হারানোর প্রতিশোধ হিসেবে ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় হামলা চালানো হয়েছে। আইএস শ্রীলঙ্কা হামলার দায় স্বীকার করলেও প্রাথমিক ওই দাবিতে বাঘওয়ে শহরের কথা উল্লেখ করেনি। বাঘওয়ে নিয়ে তিনি বলেন, ‘বাঘওয়ের যুদ্ধ শেষ হয়েছে। এ যুদ্ধের পর আরও যুদ্ধ আসছে।’ বুরকিনা ফাসো ও মালির জঙ্গিরা তার আনুগত্যের অঙ্গীকার করেছে বলে ভিডিওতে জানিয়েছেন তিনি। সুদান ও আলজেরিয়ার সরকারবিরোধী বিক্ষোভ নিয়েও কথা বলেছে বাগদাদি। স্বেচ্ছাচারী শাসকদের একমাত্র সমাধান ‘জিহাদ’ বলে দাবি করেছে সে। আলজেরিয়া ও সুদান, চলতি মাসে দুটি দেশেই গণবিক্ষোভের মুখে দীর্ঘদিনের শাসকরা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। তবে শেষদিকে ভিডিওটি থেকে বাগদাদির ছবি অদৃশ্য হয় এবং বদলে তার একটি অডিও রেকর্ডিং শোনানো হয় যেখানে তিনি শ্রীলঙ্কার হামলা নিয়ে আলোচনা করেন। মূল ভিডিওটি শেষ হওয়ার পর এ অংশটি যোগ করা হয়ে থাকতে পারে বলে মত বিবিসির। বাগাদাদি ইরাকের একজন নাগরিক এবং তার প্রকৃত নাম ইব্রাহিম আওয়াদ ইব্রাহিম আল বদরি। গত অগাস্টে একটি অডিও রেকর্ডিংয়ে শেষবারের মতো তার কণ্ঠ শোন গিয়েছিল। ভিডিওটির সত্যাসত্য নির্ধারণের জন্য বিশ্লেষকরা টেপটি তদন্ত করে দেখবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।