• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮, ১ কার্তিক ১৪২৫, ৫ সফর ১৪৪০

বলিভিয়ায় কার্নিভালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৮

সংবাদ :
  • সংবাদ ডেস্ক

| ঢাকা , মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮

image

গত শনিবার বলিভিয়ার অরুরো শহরে বিখ্যাত কার্নিভাল উৎসবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় জনসাধারণের ভিড় -ডেইলি মেইল

বলিভিয়ার অরুরো শহরের বিখ্যাত কার্নিভাল উৎসবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শিশুসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন। গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ভাসমান এক দোকানির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও ৪০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গুরুতর আহতদের আকাশপথে দেশটির দক্ষিণের প্রধান শহর লা পাজে এর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিবিসির। বিস্ফোরণটি দুর্ঘটনাজনিত বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। দেশটির পুলিশ প্রধান রোমেল রানা এক বিবৃতিতে জানিয়েছেন, গ্যাস সিলিন্ডারটির সঙ্গে সংযুক্ত একটি রাবারের নলে গরম তেল পড়লে সেটি পুড়ে যায়, তখন গ্যাস বের হয়ে বিস্ফোরণ ঘটে। অরুরো কার্নিভালে এ হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস। প্রতি বছর কয়েক লাখ মানুষ অরুরো কার্নিভালের উৎসবে যোগ দেন। এই কার্নিভালকে সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে জাতিসংঘ। প্রতি বছর প্রায় ছয় হাজার নর্তকীসহ প্রায় সাড়ে চার লাখ মানুষ এই কার্নিভালে অংশ নেয়।